শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৪, ০৮:১৪ পিএম

১০ বছর পর ভারতের প্রেক্ষাগৃহে পাকিস্তানি সিনেমা

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৪, ০৮:১৪ পিএম

১০ বছর পর ভারতের প্রেক্ষাগৃহে পাকিস্তানি সিনেমা

ছবি: সংগৃহীত

প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের সম্পর্কের টানাপোড়েনের কথা সকলেরই জানা। দুই দেশের এমন নেতিবাচক সম্পর্কের কারণে ভারতে বন্ধ হয়ে গিয়েছিল পাকিস্তানি সিনেমার প্রদর্শনী। অবশেষে নিষেধাজ্ঞা কাটিয়ে ১০ বছর পর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পাকিস্তানি সিনেমা।

আগামী ২ অক্টোবর ভারতের পাঞ্জাবে মুক্তি পাচ্ছে ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’। সবশেষ ২০১৫ সালে মাহিরা ও হুমায়ুন সৈয়দের ‘বিন রোয়ে’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ভারতে।

টেলিভিশন সিরিজ ‘হামসফর’-এর সুবাদে বছর কয়েক আগে ভারতীয়দের মন জিতেছিলেন ফাওয়াদ খান ও মাহিরা খান। এরপর বলিউডের বিগ টিকিটও পান দুজনে। কিন্তু ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ বন্ধ হয়ে যায়।

ভারতে ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ মুক্তির খবর নিশ্চিত করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সিনেমার পরিচালক বিলাল লাশারি, অভিনয়শিল্পী ফাওয়াদ ও মাহিরা। বিলাল ইনস্টাগ্রামে লেখেন, ‘বুধবার ২ অক্টোবর ভারতের পাঞ্জাবে মুক্তি পাচ্ছে সিনেমাটি। পাকিস্তানে এই সিনেমা মুক্তির দুই বছর পেরিয়ে গেছে, এখনো সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ঘরে ঘরে চলে এই সিনেমা। এখন আমরা ভারতের পাঞ্জাবি দর্শকদের ভালোবাসার অপেক্ষায়, নিশ্চয়ই তারাও অনুভব করতে পারবেন, এই সিনেমার জাদু। এই জাদু ছড়িয়ে দিতে চাই পুরো ভারতে।’

২০২২ সালে মুক্তি পেয়েছিল ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’। সে সময় ভারতেও মুক্তি পাওয়া কথা ছিল সিনেমাটি। শেষ পর্যন্ত তা আর হয়নি। অবশেষে দুই বছর পর ভারতে আলোর মুখ দেখতে যাচ্ছে সিনেমাটি। ফাওয়াদ ও মাহির দুজনেই ভারতের পরিচিত মুখ। দুজনের অভিজ্ঞতা আছে বলিউডে কাজ করার। শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ সিনেমায় জুটি বেঁধেছিলেন মাহিরা। অন্যদিকে ‘কাপুর অ্যান্ড সন্স’-এ নজর কেড়েছিলেন ফাওয়াদ খান। এ ছাড়া আনুশকার সঙ্গে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও সোনম কাপুরের সঙ্গে ‘খুবসুরত’ সিনেমাতেও দেখা গেছে তাকে।

‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ সিনেমাটি ১৯৭৯ সালের পাকিস্তানি ক্ল্যাসিকাল সিনেমা ‘মওলা জাট’-এর রিমেক। সিনেমার গল্প মূলত গ্যাং লিডার নুরি নাট ও স্থানীয় নায়ক মাওলা জাটের মধ্যকার দ্বন্দ্বকে ঘিরে। পাকিস্তানের পাশাপাশি বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে সিনেমাটি। প্রশংসা কুড়িয়েছে সমালোচকদেরও। আরও অভিনয় করেছেন হামজা আলী আব্বাসী, হুমাইমা মালিক প্রমুখ।

ভারতে সিনেমাটির মুক্তি ভারতীয় দর্শকদের অত্যন্ত উৎসাহী ও উত্তেজিত করে তুলেছে। কারণ দীর্ঘ সময় পর আবার বড় পর্দায় কোনো পাকিস্তানি সিনেমা দেখার সুযোগ পাওয়া যাবে।

আরবি/ এইচএম

Link copied!