ঢাকা রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

সাদাত-মেঘলার বন্ধু তোমায় পাইলে

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৪, ০২:৪৫ পিএম

সাদাত-মেঘলার বন্ধু তোমায় পাইলে

ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের তরুণ কণ্ঠশিল্পী মেঘলা রহমান। তার সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন এ সময়ের গায়ক সাদাত হোসাইন। দর্শকপ্রিয় নির্মাতা ফারহান আহমেদ রাফাতের পরিচালনায় মেঘলা-সাদাতের দ্বৈতকণ্ঠে মুক্তি পেয়েছে নতুন গানচিত্র ‘বন্ধু তোমায় পাইলে’। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন সাদাত হোসাইন। সংগীতায়োজন করেছেন জেকেএইচ জিসান। সম্প্রতি গানচিত্রটি ধ্রুব মিউজিক স্টেশন থেকে মুক্তি পেয়েছে। আরটিভির ইয়ংস্টার সিজন ওয়ান থেকে মেঘলা রহমানের উত্থান। খুলনার মেয়ে মেঘলা নিয়মিত গান করেন বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও বেতারে। তার প্রথম গান ‘নোনামাটি’ জি-সিরিজ থেকে বেড়িয়েছে। এ পর্যন্ত তার ৫টি মৌলিক গান প্রকাশিত হয়েছে। কণ্ঠশিল্পী মেঘলা রহমান বলেন, সাবিনা ইয়াসমিন আমার আইডল। আমি তার গানের প্রায় খুঁটিনাটি বিষয়গুলো নিজের মধ্যে আয়ত্ব করার চেষ্টা করি। দর্শকদের উচ্ছ্বাস ও অনুপ্রেরণা আমাকে উৎসাহিত করে। সম্প্রতি বন্ধু তোমায় পাইলে গানটির জন্য বিভিন্ন মহল থেকে প্রশংসা পাচ্ছি। এজন্য আমার কাজের আগ্রহ অনেক বেড়ে গেছে। আমার ইচ্ছা চলচ্চিত্রে প্লে-ব্যাক করার। 
‘বন্ধু তোমায় পাইলে’ গানচিত্র প্রসঙ্গে নির্মাতা রাফাত বলেন, ‘মেধাবীরা পিছিয়ে গেলেও মেধা তার নিজ গতিতে এগিয়ে যায়। রুচির দুর্ভিক্ষের এই যুগে আমি চাই সেই গতিটাকে একটু বাড়িয়ে দিয়ে মানুষের রুচিবোধটাকে খানিকটা জাগ্রত করতে। এই কাজটা তারই একটা ক্ষুদ্র অংশ। সবসময় চেষ্টা করেছি নতুনদের নিয়ে কাজ করতে এবং একটা জায়গা তৈরি করে দিতে। মিডিয়ায় নতুনদের ব্যাপারে একটা অনীহা থাকে সব জায়গায়। কিন্তু সে প্রেক্ষাপট থেকে ধ্রুব মিউজিক স্টেশন সবসময় মেধাবীদের নিয়ে কাজ করে এসেছে এবং করছে। বিশেষ ভাবে ধন্যবাদ দিতে চাই ধ্রুব মিউজিক স্টেশন পরিবারের বটবৃক্ষ ধ্রুব গুহ দাদাকে, আমাকে সবসময় অনুপ্রেরণা দেয়ার জন্য। আর গানটা শুনলে শ্রোতারা নিশ্চয়ই তা বুঝতে পারবে। গুণীশিল্পী সাদাত হোসাইনের কথা, সুর এবং গায়কীর সাথে মেধাবী শিল্পী মেঘলার কম্বিনেশনটা শ্রোতাদের মুগ্ধ করবে বলে আসা করি। আর গানের ক্ষেত্রে ভিডিও কোনো বিষয় না। ভালো গান মানুষের কাছে পৌঁছানোর মাধ্যম মাত্র, যেকোন ভালো কিছুর সাথে সবসময় ছিলাম, আছি এবং থাকব। 

আরবি/ আরএফ

Link copied!