ঢাকা মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

নির্মাতা রাফাত মজুমদার রিংকু গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০২:১৬ পিএম

নির্মাতা রাফাত মজুমদার রিংকু গ্রেপ্তার

রাফাত মজুমদার রিংকু। ছবি: সংগৃহীত

নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে গুলশান এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রোজিনা আক্তার বিষয়টি জানিয়েছেন।

জানা গেছে, গত ১২ নভেম্বর গুলশান থানায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা নম্বর-১০। নির্মাতা রিংকু পরিচালনার পাশাপাশি রাজনীতির সঙ্গেও জড়িত। তিনি একসময় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

রিংকুর নির্মিত নাটকের সংখ্যা দেড় শতাধিক। এর মধ্যে ‘রঙিন আশা’, ‘পুতুলের সংসার’, ‘ইতিবৃত্ত’, ‘নরসুন্দরী’, ‘কবর’, ‘বন্ধন’, ‘ব্লগার মিতু’, ‘জাল’, ‘কাটুস’, ‘অতিরিক্ত’, ‘নোঙ্গর’, ‘রিকশা গার্ল’ প্রভৃতি উল্লেখযোগ্য।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!