শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রেজাউল করিম খোকন

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ০১:৪৯ পিএম

তৃপ্তির বৃহস্পতি এখন তুঙ্গে

রেজাউল করিম খোকন

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ০১:৪৯ পিএম

তৃপ্তির বৃহস্পতি এখন তুঙ্গে

তৃপ্তি দিমরি। ছবি: সংগৃহীত

হালে ‘ব্যাড নিউজ’ সিনেমাতে কখনও ভিকি কৌশলের বাহুডোরে কখনও আবার রেস্তরাঁয় অনায়াসে ঘনিষ্ঠ তৃপ্তি দিমরি। ভিকি ও তৃপ্তির এই অন্তরঙ্গ দৃশ্যে নিমেষে উত্তাপ ছড়িয়েছে। যা প্রকাশ পেতেই নেটাগরিকদের দাবি, তৃপ্তি কি প্রত্যেক সিনেমাতে উষ্ণতা ছড়ানোর দায়িত্ব নিয়েছেন? এ নিয়ে বিতর্কের মুখেও পড়েছেন অভিনেত্রী।

সিনেমাতে দেখা যায়, স্যুইমিং পুলের জলের তলায় তৃপ্তির শরীর ছুঁয়ে যাচ্ছে ভিকির ঠোঁট। এর আগেও রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিম্যাল’ সিনেমাতে ঘনিষ্ঠ দৃশ্যে ধরা দিয়েছেন তৃপ্তি। একের পর এক খোলামেলা দৃশ্যে অভিনয় করায় ট্রোলিং-এর মুখে পড়েছেন অভিনেত্রী। ‘অ্যানিম্যাল’ সিনেমার আগে ‘কালা’, ‘বুলবুল’ ও ‘লায়লা মজনু’র মতো সিনেমাতে অভিনয় করেছেন তৃপ্তি।

অভিনেত্রীকে রণবীরের সঙ্গে অন্তরঙ্গ শয্যাদৃশ্যে দেখার জন্য প্রস্তুত ছিলেন না দর্শক। খানিক চমকে দিয়েই ‘অ্যানিম্যাল’ সিনেমাতে রণবীরের বাহুলগ্না হয়েছিলেন তিনি। ‘ব্যাড নিউজ’-এর ‘জানম’ মুক্তি পাওয়ার পর প্রশ্ন উঠছে, তৃপ্তিকে কি এবার থেকে এই ধরনের দৃশ্যেই দেখা যাবে? কেউ কেউ আবার তৃপ্তিকে ‘পর্ন গার্ল’ তকমা দিচ্ছেন।

এক সময় ‘মিষ্টি’ মেয়ের ভাবমূর্তি ছিল তৃপ্তির। সেই ভাবমূর্তি ‘অ্যানিম্যাল’ সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রথম নষ্ট করেছেন। সেই ধারাই অনুসরণ করছেন অন্য পরিচালকেরাও। যৌনতা, লালসা, নগ্নতা এই ধরনের দৃশ্যে অভিনয় করে তৃপ্তির বলিউডের পরবর্তী মল্লিকা শেরাওয়াত বা রাখি সাওয়ান্ত হয়ে উঠছেন।

তৃপ্তি দিমরি। ছবি: সংগৃহীত

৩০ বছর বয়সী তৃপ্তি এত বেশি শরীর প্রদর্শন করছেন যে খুব শিগগিরই বলিউড থেকে হারিয়ে যাবেন! ‘অ্যানিম্যাল’ সিনেমার পরে তার ক্যারিয়ার যে নতুন মোড় নিয়েছে, এই কথা অনস্বীকার্য। তৃপ্তির বৃহস্পতি এখন তুঙ্গে বলা যায়। বলিউডের অন্যতম ব্যস্ততম তারকা অভিনেত্রী হিসেবে বিবেচিত হচ্ছেন। সব ধরনের সিনেমায় বিচিত্র সব চরিত্রে তাকে কাস্ট করছেন করণ জোহর থেকে শুরু করে অনুরাগ বসু, বিশাল ভরদ্বাজের মতো ডাকসাইটে প্রতিষ্ঠিত চিত্রনির্মাতারা।

এটা তার জন্য একটি প্লাস পয়ন্টে। বলিউডের বাণিজ্যিক ঘরানার সিনেমাতে তার তুমুল ব্যস্ততা সমসাময়িক অন্যান্য অনেক তরুণী অভিনেত্রীকে সংশয়ে ফেলে দিয়েছে, তারা রীতিমতো নিজের অবস্থান এবং তৃপ্তির তুলনায় নিজের পিছিয়ে পড়া নিয়ে টেনশনে পড়ে গেছেন। ক্যারিয়ারে গতি পেতেই ঠিকানা বদল করেছেন। বান্দ্রায় যে জায়গা পরিচিত তামাম বলিউড তারকাদের বাসস্থান হিসেবে, এবার সেটাই নতুন ঠিকানা বলিউডের ‘ভাবি টু ’ তৃপ্তির।

শোনা যায়, ১৪ কোটি টাকা দিয়ে মুম্বাইয়ের বান্দ্রায় ২,২২৬ বর্গফুট জায়গা নিয়ে তৈরি বিশাল একটি বাংলো কিনেছেনে তৃপ্তি। নন ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে
আসা তৃপ্তির কাছে বলিউডের ওই জায়গায় ফ্ল্যাট কেনা কিন্তু ছোটখাটো ব্যাপার নয়। সবটাই ঘটে অ্যানিম্যাল সিনেমার চূড়ান্ত সাফল্যের পর। এখন একের পর এক সিনেমাতে অভিনয়ের সুযোগ পাচ্ছেন এই অভিনেত্রী। ‘অ্যানিম্যাল’-এ সুপারন্যুড দৃশ্য উপস্থাপনকারী তৃপ্তি এখন ভারতের ন্যাশনাল ‘ক্রাশ’ বা ‘ভাবী ২’ নামে পরিচিত।

২০১৭ তে ‘পোস্টার বয়েজ’ সিনেমাতে  অভিনেত্রী তৃপ্তির আত্মপ্রকাশ ঘটে। ‘লায়লা মজনু’ সিনেমাতে তৃপ্তির বলিষ্ঠ অভিনয়ের পরিচয় পাই, কিন্তু প্রচারের ছটায় তৃপ্তি আসেন ‘অ্যানিম্যাল’ সিনেমার মাধ্যমে। অবশ্য তৃপ্তির প্রথম অভিনয় ‘বুলবুল’ নামের এক ওটিটি সিনেমাতে, ভাই কর্নেশের সঙ্গে এই সিনেমাটি যৌথ প্রযোজনা করেছিলেন অনুষ্কা শর্মা। তখনই সমালোচকদের চোখ টেনেছিলেন তৃপ্তি। সেই হিসাবে তাকে বলিউডে পরিচিত করান অনুষ্কাই। তবে ‘অ্যানিম্যাল’-এর পরেই তৃপ্তি ন্যাশনাল ক্রাশ এর জনপ্রিয় খেতাবটি পান। এরপর একের পর এক সিনেমাতেই সাক্ষর করছেন তিনি।

তৃপ্তি দিমরি। ছবি: সংগৃহীত

সম্প্রতি ‘ধড়ক টু’ সিনেমার ঘোষণা করেছেন করণ জোহর। এই সিনেমাতে তৃপ্তির বিপরীতে দেখা যাবে সিদ্ধার্থ চতুর্বেদীকে। ‘অ্যানিম্যাল’ সিনেমার আগে তৃপ্তি ‘বুলবুল’, ‘লায়লা মজনু’-র মতো সিনেমাতে অভিনয় করলেও যথেষ্ট খ্যাতি পাননি। সিনেমাতে তৃপ্তির মনোমুগ্ধকর অবতার মানুষের মন জয় করেছিল। আগের পরিস্থিতির তুলনায় এখন অনেক বড় বড় পরিচালক তার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছেন। মুক্তি পেয়েছে তৃপ্তি দিমরির সিনেমা ‘ব্যাড নিউজ’।

এছাড়াও রাজকুমার রাও অভিনীত সিনেমা ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’ আছে তার ঝোলাতে। ১১ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এছাড়াও আসন্ন চলচ্চিত্রের তালিকায় রয়েছে কার্তিক আরিয়ানের সঙ্গে তার সিনেমা ‘ভুল ভুলাইয়া থ্রি’। যা এই বছরের দীপাবলিতে আসতে চলেছে বড় পর্দায়। কার্তিক ও তৃপ্তিকে একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা। করণ জোহরের প্রযোজনায় ‘ধড়ক টু’ সিনেমাতেও দেখা যাবে তৃপ্তি দিমরিকে। সিনেমাটি ২২ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এবার জুটি বাঁধছেন শহীদ কাপুর ও তৃপ্তি দিমরি। বিশাল ভরদ্বাজের নতুন সিনেমা ‘র্অজন উস্তারা’তে এই নতুন জুটিকে দেখা যাবে। অ্যাকশনধর্মী সিনেমাটির কাজ খুব শিগগিরই শুরু হবে বলে জানা গেছে। কার্তিক আরিয়ান এবং তৃপ্তি দিমরি আবারও পরিচালক অনুরাগ বসুর আসন্ন সিনেমাতে একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলে খবর। তবে সিনেমার নাম কী হবে তা এখনও ঠিক হয়নি। সিনেমাটি মূলত গানকে কেন্দ্র করে তৈরি হবে। বলা ভালো, সিনেমাতে মিউজিক্যাল লাভ স্টোরি দেখানো হবে। গানের সুরেই প্রেমের গল্প বলবেন অনুরাগ। সব মিলিয়ে তৃপ্তির ক্যারিয়ার এখন তুঙ্গে!

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!