ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘ভালোবাসার রং’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। দীর্ঘদিন ধরে নতুন সিনেমার খবরে নেই তিনি। মাঝে রাজনীতিতে নাম লেখিয়ে ব্যর্থ হয়েছেন। যার ফলে এখন কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনায় থাকেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন তিনি। বিভিন্ন সময় উদ্ভট ক্যাপশনে পোস্ট দিয়ে বেশ সমালোচিত হয়েছেন।
সম্প্রতি এক পোস্ট মাহি লেখেন, ‘আল্লাহ জানে পৃথিবীর কোন চিপায় লুকায় আছো, একদিন না একদিন তো দেখা হবেই। সেদিন এই স্ট্যাটাস টা তোমাকে দেখাবো আর ঠাডায় ২টা থাপ্পড় মারবো এত বছর আমাকে অপেক্ষা করানোর জন্য। ওকে?’
নিজের উপলব্ধির কথা জানিয়ে এরপর নিজেকে শুধরে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন এই নায়িকা। মাহি বলেন, ‘এবার আমি মানুষ হবো ইনশাআল্লাহ।’

তবে হঠাৎ করে মাহির এমন স্ট্যাটাসের কারণ খুঁজছেন ভক্তরা। এর আগের একটি স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ফাইনালি আমি বুঝতে পারসি গাইজ, আমি যে একটা ছাগল।’
তৃতীয় সংসারে বিচ্ছেদের পর থেকে মাহির জীবন এলোমেলো। খুঁজছেন নতুন সঙ্গী! আবার এও শোনা যাচ্ছে, নতুন করে মন দিয়েছেন তিনি। মাহির ফেসবুকের বিভিন্ন পোস্টও ইঙ্গিত দিচ্ছে নতুন প্রেমের। যদিও এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে একটি শব্দও জানা যায়নি। আপাতত তার কাছ থেকে মিলেনি নতুন কাজের খবরও।
বলা দরকার, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। তার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন। তাদের সংসারে একটি পুত্রসন্তানও রয়েছে। কিন্তু দাম্পত্য জীবনের আড়াই বছর মাথায় আলাদা হয়ে যান এই দম্পতি। তারও আগে, ২০১৫ সালের ১৫ মে কাজী মো. সালাউদ্দিন ম্যারেজ রেজিস্টারের মাধ্যমে শাওন নামের একজনকে বিয়ে করেছিলেন মাহি।