রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪, ০৪:১৭ পিএম

পুরুষতান্ত্রিক ইন্ডাস্ট্রিতে নিজেকে টিকিয়ে রাখা কঠিন: কারিনা

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪, ০৪:১৭ পিএম

পুরুষতান্ত্রিক ইন্ডাস্ট্রিতে নিজেকে টিকিয়ে রাখা কঠিন: কারিনা

কারিনা কাপুর। ছবি: সংগৃহীত

সম্প্রতি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্ণ করেছেন কারিনা কাপুর। অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেন, ‘পুরুষ-শাসিত ইণ্ডাস্ট্রিতে একজন অভিনেত্রীর কী ধরনের চ্যালেঞ্জগুলির সম্মুখীন হন তা নিয়ে কথা বলেন।’ তিনি আরও বলেন, ‘যে বলিউডে নিজেকে নতুন করে আবিষ্কার করার থেকে  টিকিয়ে রাখা আরও কঠিন।’

কারিনা তার দীর্ঘদিনের ক্যারিয়ার নিয়ে কথা বলার সময় বলেন যে, ‘১৭-১৮ বছর বয়সে প্রায় প্রত্যেকের স্বপ্ন থাকে একজন বড় অভিনেত্রী হওয়ার। কিন্তু ইন্ডাস্ট্রিতে বেশি বছর থাকা রীতিমতো কঠিন সাধ্য একটা ব্যাপার। পুরুষতান্ত্রিক ইন্ডাস্ট্রিতে নিজেকে টিকিয়ে রাখার জন্য সব সময় নতুনত্ব কিছু নিয়ে আসতে হয়। আমি ছাড়াও এমন অনেক অভিনেত্রী রয়েছেন যারা বছরের পর বছর নিজেকে টিকিয়ে রাখতে পেরেছেন। তবে এর জন্য প্রতি পাঁচ বছরে নিজেকে প্রশ্ন করতে হয়, আমি নতুন কি দিতে পারলাম ইন্ডাস্ট্রিকে?’

তিনি আরও বলেছিলেন, ‘আমি এমন একটি পরিবার (কাপুর) থেকে এসেছি যেখানে আমাকে চ্যালেঞ্জ করা হয়েছে কারণ তারা সবাই বড় অভিনেতা। তবে আমি কোথাও আমার চিহ্ন রেখে যেতে চাই। প্রতি ১০ বছর পরে সেখানে নতুন কেউ আসে, তাহলে আমি কীভাবে স্থায়ী হবো? নিজেকে টিকিয়ে রাখা খুব কঠিন, তাই আমি বেছে কাজ করি। সেটি বাকিংহাম মার্ডারস, সিংগাম, ক্রু বা জানে জান। এগুলি সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে। আমি মনে করি এটি বড় পর্দায়ও দুর্দান্ত হিট করত।’

২০০০ সালে জেপি দত্তের ‘রিফিউজি’ দিয়ে কারিনার বলিউডে আত্মপ্রকাশ ঘটে। পরে তিনি ‘কভি খুশি কভি গম’, ‘যুবা’, ‘চামেলি’, ‘ওমকারা’, ‘যব উই মেট’, ‘টাশান’, ‘থ্রি ইডিয়টস’, ‘হিরোইন’, ‘সিংহাম রিটার্নস’, ‘গুড নিউজ’, ‘লাল সিং চাড্ডা’র মতো সিনেমাতে অভিনয় করেছেন। বর্তমানে ‘জানে জান’, ‘ক্রু’ এবং ‘বাকিংহাম মার্ডারস’-এ অভিনয় করে নজর কাড়েন কারিনা।

কারিনাকে পরবর্তীতে রোহিত শেঠি সিংহম এগেইন-এ দেখা যাবে। অ্যাকশন-থ্রিলারটিতে অজয় ​​দেবগন, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ, রণবীর সিং, জ্যাকি শ্রফ, অর্জুন কাপুর এবং অক্ষয় কুমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন। পহেলা নভেম্বর এ মুক্তি পেতে চলেছে সিংহাম এগেইন।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!