ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

চলচ্চিত্র সার্চ কমিটির বক্তব্যের প্রতিবাদে এফডিসিতে প্রতিবাদের ঝড়

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৪, ০২:৩২ পিএম

চলচ্চিত্র সার্চ কমিটির বক্তব্যের প্রতিবাদে এফডিসিতে প্রতিবাদের ঝড়

ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ‌‘চলচ্চিত্র সার্চ কমিটি’র আহবায়ক আল আমিন রাকিব (তনয়) এক বক্তব্যে বলেছেন, আওয়ামী লীগের বাইরে চলচ্চিত্র অঙ্গনে গুণগত মানসম্পূর্ণ শিল্পী কুশলী নেই। তাই বাধ্য হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে চলচ্চিত্রের বিভিন্ন কমিটিতে পুর্নবাসন করা হয়েছে।

তনয় আরও বলেন, বিএফডিসি’তে যারা আছেন তাদের অধিকাংশই বাংলা বানান ভুল করে, তারা ইংরেজি বুঝে না, তাই তাদেরকে চলচ্চিত্রের বিভিন্ন কমিটিতে রাখা হয়নি।

চলচ্চিত্র সার্চ কমিটির এই বক্তব্যের প্রতিবাদে বিএফডিসিতে প্রতিবাদের ঝড় বইছে। বিএফডিসিতে সরেজমিন ঘুরে দেখা গেছে, সার্চ কমিটির আহবায়কের বক্তব্যের প্রেক্ষিতে ব্যানার টাঙ্গিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। ১৫ অক্টোবর মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরামের আহবায়ক সামসুল আলম জানিয়েছেন, ভাইরাল হওয়া বক্তব্য আমরা শুনেছি, অত্যন্ত নিন্দনীয়ভাবে আমাদের সমগ্র চলচ্চিত্র অঙ্গনের মানুষদের নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার প্রতিবাদে আমরা চলচ্চিত্রের সব সংগঠন মিলে আগামী ১৫ অক্টোবর মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আমাদের সব সংগঠনের সদস্য, নেতারা ও শিল্পী কুশলীরা উপস্থিত থেকে প্রতিবাদ জানাবেন।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরামের সদস্য সচিব ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন জানান, চলচ্চিত্র সার্চ কমিটির আহবায়ক আল আমিন রাকিব তনয় এক বক্তব্যে চলচ্চিত্রের সব পেশাজীবীদের নিয়ে মানহানিকর অনেক কথা বলেছে, সেই বক্তব্যের প্রতিবাদ জানাই। তাকে অবিলম্বে সার্চ কমিটি থেকে বরখাস্ত করতে হবে।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরামের যুগ্ম সদস্য সচিব, চলচ্চিত্র পরিচালক তারিকুল ইসলাম ভূঁইয়া (সায়মন তারিক) জানান, আওয়ামী ফ্যাসিস্টের সুবিধাবাদী আল আমিন রাকিব তনয় মুজিববর্ষের বির্তকিত ‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’ ডকুমেন্টারি গবেষণা টিমের সদস্য। সেই ডকুমেন্টারিতে শেখ মুজিবের মিথ্যা তথ্য প্রকাশ করে ভুল ইতিহাস জাতির সামনে উপস্থাপনকারী খুনি হাসিনার দোসর হিসেবে আওয়ামী লীগের দালালদের কমিটিতে বসিয়ে নৈতিকভাবে চলচ্চিত্র সার্চ কমিটির পদে থাকার অধিকার হারিয়েছে। তাকে আইনের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরামের যুগ্ম সদস্য সচিব, চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ জানান, আমরা চলচ্চিত্র শিল্পের সাথে জড়িত প্রায় কয়েক লক্ষ মানুষ। শিল্পী-কুশলীদের অধিকাংশই রাজনীতি করে না। জুলাই ৩৬ গণঅভ্যুত্থানে আমরা শুরু থেকে সম্পৃক্ত ছিলাম। আন্দোলন চলাকালীন বিএফডিসিতে আমাদের নামে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালরা বিভিন্ন লিস্ট করেছিল, আজ আমরা যদি সফল না হতাম তাহলে বিগত দিনে আওয়ামী লীগবিরোধী বক্তব্য প্রদান ও লেখালেখির জন্য আমি মামলা খেয়ে আটক হয়েছিলাম, ঠিক একইভাবে জুলাই আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে আবার হয়ত নির্যাতনের শিকার হতাম।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!