ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

১৯ সেপ্টেম্বর দুই ওটিটিতে ‘তুফান’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৪, ০৪:৫৫ পিএম

১৯ সেপ্টেম্বর দুই ওটিটিতে ‘তুফান’

ছবি: সংগৃহীত

প্রেক্ষাগৃহ জয় করে ‘তুফান’ আসছে ওটিটি প্ল্যাটফর্মে। তাও আবার একটি নয়, দেশ ও বিদেশের দুটিতে। এমন খবর প্রকাশের পর দর্শকদের বাড়তি নজর মুক্তির তারিখের প্রতি। এবার জানা গেলো সেটিও।

দেশের চরকি আর ভারতের হইচই একসঙ্গে জানান দিলো মুক্তির তারিখ। ১০ সেপ্টেম্বর দুটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হলো, ১৯ সেপ্টেম্বর নিজ নিজ ওটিটিতে মুক্তি পাচ্ছে রায়হান রাফি নির্মিত ব্লকবাস্টার সিমোটি।

চরকি কর্তৃপক্ষ আলাদা করে জানায়, দর্শকদের তুমুল আগ্রহের কারণেই এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘তুফান’। সিনেমার দুটি গান উল্লেখযোগ্যভাবে ভালো লেগেছে দর্শক–শ্রোতাদের। যার একটি ‘লাগে উরা ধুরা’ অন্যটি ‘দুষ্টু কোকিল’। আকাশের লেখা ও সুর করা ‘দুষ্টু কোকিল’ বাংলা সিনেমার গানে ভিউয়ের বিচারে গড়েছে নতুন রেকর্ড। দুটি ইউটিউব চ্যানেলে গানটির দর্শক ভিউ ২০ কোটি পার হয়ে গেছে।

শাকিব খান বলেন, ‘তুফান নিয়ে আমরা প্রথম থেকেই খুব আশাবাদী ছিলাম যে এটা ব্যবসাসফল সিনেমা হবে। দর্শক আমাদেরকে ভুল প্রমাণ করেনি। প্রেক্ষাগৃহে যারা দেখতে পারেননি তাদের জন্য সুখবর হলো ১৯ সেপ্টম্বর চরকি ও হইচই-তে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে তুফান। দেখবেন নিশ্চয়। সেই সাথে আমার দর্শকের আছে অনুরোধ থাকবে কোনো রকম অসৎ পন্থায় সিনেমটি দেখবেন না। আশা করছি, দর্শক এবারও নিরাশ করবে না আমাদের।’

শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দীর্ঘদিন পর সিনেমায় ফিরেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। সিনেমা মুক্তির পর থেকে প্রশংসায় ভাসছেন তিনি। নাবিলাও বেশ আনন্দিত। তিনি বলেন, ‘তুফান মুক্তির পর থেকে দর্শক আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছে তাতে আমি কৃতজ্ঞ ও উচ্ছ্বসিত।’

সিনেমাটিতে দর্শকের মন কেড়েছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর। তিনি বলেন, ‘তুফানের জার্নি যে এখনও অব্যাহত আছে সেটা দেখে বেশ ভালো লাগছে। হলে অসাধারণ সাড়ার পর এবার চরকি ও হইচই-তে আসছে যাচ্ছে তুফান। আমরা যে ম্যাজিক ক্রিয়েট করেছি তা দর্শককের কাছে পোঁছানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না!’

পরিচালক রায়হান রাফি বেশ আগেই জানিয়েছেন ‘তুফান’ তার জন্য একটা ড্রিম প্রজেক্ট। যোগ করলেন, ‘তুফান সিনেমা নিয়ে আমরা অনেক পরিশ্রম করেছি। সেই পরিশ্রমের ফলও আমরা পেয়েছি আমাদের দর্শকদের মাধ্যমে। মুক্তির পর দেশে-বিদেশে তুফান-কে ব্লকবাস্টার বানিয়েছেন আপনারাই। দর্শক আরও একবার আমাদেরকে ভালোবাসায় ভাসাবেন বলে আমার বিশ্বাস।’

ঈদুল আজহা উপলক্ষে ১৭ জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘তুফান’। দেশের বাইরেও সিনেমাটির সফলতা মন্দ নয়। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমানে, মালয়েশিয়া ও পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘তুফান’। প্রায় সবজায়গাতেই সিনেমাটিকে সফল করে তোলেন প্রবাসী বাঙালিরা।

আদনান আদিব খান ও রায়হান রাফির গল্পে, আদনান আদিব খানের চিত্রনাট্যে ‘তুফান’ সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। নায়কের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা। আরও আছেন দেশের গুণী অভিনয়শিল্পীরা। সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড; ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!