ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

সার্চ কমিটির সঙ্গে এফডিসির কর্মীদের সভা

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৪, ০৪:১১ পিএম

সার্চ কমিটির সঙ্গে এফডিসির কর্মীদের সভা

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে দেশ ছেড়ে পালিয়েছেন স্বৈরাচার সরকার শেখ হাসিনা। তারপরই দেশে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের সহযোগিতার প্রয়াসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক গঠিত হয়েছে সার্চ কমিটি। এবার এই কমিটির সঙ্গে মতবিনিময়সভা করল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে সার্চ কমিটির আহ্বায়ক, সদস্যরা এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক এফসিএমএ তার স্বাগত বক্তব্যে বলেন, ‘১৯৫৭ সালের ৩ এপ্রিল চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তী সময়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন নামে পরিচিতি লাভ করে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ এই প্রতিষ্ঠানে নির্মিত চলচ্চিত্র যুগে যুগে বিভিন্ন সামাজিক, গণআন্দোলনে পরোক্ষভাবে শক্তিশালী ভূমিকা রেখেছে। প্রযুক্তির পরিবর্তনের ফলে বাংলাদেশে চলচ্চিত্র নির্মাণ কিছুটা নিম্নগামী হয়েছিল।

এর ফলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের কার্যক্রম ও আয় কমে গিয়েছে। কিন্তু সম্প্রতি বাংলাদেশি চলচ্চিত্রের সুদিন ফিরে আসতে শুরু করেছে, তাইতো ভালো চলচ্চিত্র নির্মাণ হচ্ছে।’

সভায় উপস্থিত ছিলেন গঠিত সার্চ কমিটির আহ্বায়ক চলচ্চিত্র নির্মাতা ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মো. আল আমিন রাকিব তনয়। তিনি বলেন, বিএফডিসিকে প্রযুক্তিগত উন্নয়ন এবং চলচ্চিত্র নির্মাতাদের এই প্রতিষ্ঠানমুখী করার বিষয়ে সরকারের কাছে গঠনমূলক তথ্য তুলে ধরবেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সার্চ কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও ফ্যাক্ট চেকার মো. আব্দুল্লাহ আল মামুন (তুষার), চলচ্চিত্রকর্মী ও অভিনেতা আবু বকর ওয়াসিফ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং বিএফডিসি কমপ্লেক্সের প্রকল্প পরিচালক মাহফুজা আখতার, চিফ অব ক্যামেরা ও লাইট (চ. দা.) মোহাম্মদ আব্দুল হান্নান মজুমদার, ক্যামেরা সহকারী জি এম সাইদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ড. মোহাম্মদ হারুন অর রশিদ, পরিচালক (কারিগরি ও প্রকৌশল), বিএফডিসি ।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!