ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

বলিউডের প্রেমের ছবির কারিগরের বিদায়ের দিন আজ

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৪, ০৫:১২ পিএম

বলিউডের প্রেমের ছবির কারিগরের বিদায়ের দিন আজ

ছবি: সংগৃহীত

বলিউডের ৯ বছর আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৬ বারের জাতীয় পুরস্কার ও ৮ বার ফিল্মফেয়ার পুরুস্কার পাওয়া চিত্র পরিচালক যশ চোপড়া। শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা অভিনীত ‘জব তক হ্যায় জান’ ছিলো তাঁর তৈরি শেষ সিনেমা। সম্প্রতি অভিনেতা উদয় চোপড়া প্রয়াত বাবার উদ্দেশে একটি আবেগঘন পোস্ট করেন নিজের ট্যুইটার হ্যান্ডলে।

গতকাল ট্যুইট করে উদয় লেখেন, ‘আমার বাবা ৯ বছর আগে আজকের দিনে মারা গিয়েছিলেন। তিনি শুধু সিনেমা জগতেই নয়, যাঁদের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল সকলের জীবনেই তিনি শূন্যস্থান তৈরি করে গেছেন। আমার তো মনে হয় তিনি নিজের সঙ্গে আমারও একটা অংশ নিয়ে গেছেন যা আমি কখনও হয়তো ফেরত পাব না কিন্তু তাতে কোনও অসুবিধা নেই। আমরা সকলেই অসম্পূর্ণ এবং সেইভাবেই বেঁচে থাকা শিখে নেওয়া উচিত আমাদের।’

‘ধুম’ খ্যাত অভিনেতা আরও লেখেন, ‘কিন্তু তাঁর প্রতি যে কেবল আমার ভালবাসা ছিল তাই নয়। আমি যেন একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে হারিয়ে ফেলেছি। আমরা ভীষণভাবে আলাদা দু’জন মানুষ ছিলাম সেটা বোঝা সত্ত্বেও একে অন্যকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছিলাম। আমি সেভাবেই তাঁকে মনে রাখতে চাই... শ্রদ্ধা এবং কৌতুকের সঙ্গে। আমার বাবা সবসময়।’

দীর্ঘ ৫৬ বছরের চলচ্চিত্র জীবনে যশ চোপড়া ছবি প্রযোজনা করেছেন ৫৩টি, পরিচালনা করেছেন ২২টি এবং ৩টি ছবির সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেছেন

বলিউডকে বিশ্ব চেনে চলচ্চিত্রের গান, রোমান্স আর ডায়লগের জন্য। আর এই তিনটিই ছিল যশ চোপড়ার চলচ্চিত্রের বৈশিষ্ট্য। তাঁর চলচ্চিত্র তৈরির ধরণ তাঁকে আলাদা জায়গা করে দিয়েছে। যশ চোপড়া পরিচালিত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে- ‘বীর-জারা’ (২০০৪), ‘দিল তো পাগল হ্যায়’ (১৯৯৭), ‘লামহে’ (১৯৯১), ‘চাঁদনী’ (১৯৮৯), ‘সিলসিলা’ (১৯৮১), ‘ত্রিশুল’ (১৯৭৮), ‘কাভি কাভি’ (১৯৭৬), ‘জসিলা’ (১৯৭৩), ‘ইত্তেফাক’ (১৯৬৯), ‘ওয়াক্ত’ (১৯৬৫) প্রভৃতি।

আরবি/এফআই

Link copied!