ঢাকা শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

৬ বছর পর একসঙ্গে নাঈম ও বৃষ্টি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৪, ১২:১৫ পিএম
এফ এস নাঈম ও তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত

প্রায় ছয় বছর পর আবারও জুটি বেঁধেছেন অভিনয়শিল্পী এফ এস নাঈম ও তানিয়া বৃষ্টি। দু’জনকে একসঙ্গে দেখা যাবে জহির খানের ‘যে স্বপ্ন ভালোবাসি না’ নাটকে। এটি লিখেছেন প্রশান্ত অধিকারী। নাটকটি নির্মিত হয়েছে এই সময়ের স্বপ্ন ও বাস্তবতার গল্প নিয়ে।

তানিয়ার সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে নাঈম বলেন, ‘অভিনয়ের পাশাপাশি তানিয়া অনেক মিশুক। শুটিংটা আড্ডা ও গল্পে কেটেছে। অনেক সময় দেখা যায়, তরুণেরা তাল মিলিয়ে অভিনয় করতে পারেন না। যে কারণে ছাড় দিয়েও অভিনয় করার অভিজ্ঞতা রয়েছে অনেকের। তানিয়াকে নিয়ে তেমন কোনো ব্যাপার ছিল না। মোশাররফ করিম ভাইসহ সিনিয়র অনেকের সঙ্গে নিয়মিত অভিনয় করছে তানিয়া। দর্শকও সেগুলো পছন্দ করেছেন। আমাদের নাটকের গল্পটিও দর্শকের প্রশংসা পাবে।’

নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন রহিম সুমন রাজিব ঘোষ, ত্বহা খান, হামিদুর রহমান, আহমেদ জিসান প্রমুখ। নাটকটি খুব শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।