ঢাকা শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

রহস্য জিইয়ে রাখলেন সাদিয়া আয়মান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ০১:৪২ পিএম
সাদিয়া আয়মান। ছবি: সংগৃহীত

এ প্রজন্মের অভিনেত্রী সাদিয়া আয়মান। ২০১৯ সালের এপ্রিলে অভিনয়ে নাম লেখান তিনি। অল্প দিনেই বেশ কিছু নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন সময়ের চর্চিত এই অভিনেত্রী। স্বল্প দিনের ক্যারিয়ারে কাজ দিয়ে যতটা না আলোচনায় আসতে পেরেছেন তার চেয়ে ব্যক্তিজীবনের সমালোচনায় বেশ সরব সাদিয়া আয়মান। প্রেম নিয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। সম্প্রতি প্রেমের খবরে আরও একবার আলোচনায়।

গুঞ্জনটা বহুদিনের, নির্মাতা ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনির সঙ্গে চুটিয়ে চুপিসারে প্রেম করছেন সাদিয়া আয়মান। দু’জনেই বিষয়টা নিয়ে খুবই সতর্ক হলেও সম্প্রতি রেদওয়ান রনির জন্মদিনে তাদের প্রেমের খবর অনেকটাই স্পষ্ট হয়েছে। এক স্ট্যাটাসে সাদিয়াকে ‘প্রিয়তমা’ বলে সম্বোধন করেছেন রনি! মন্তব্যে অভিনেত্রী লেখেন, ‘আমার জীবনে যা পেয়েছি, তার মাঝে তুমি সবচেয়ে সেরা।’

ব্যস, ভক্তদেরও বুঝতে সমস্যা হয়নি নির্মাতা ও অভিনেত্রীর মাঝের সমীকরণ। সাদিয়ার মন্তব্যটি যেন গুঞ্জন আরও উসকে দিয়েছে। এ প্রসঙ্গে অভিনেত্রীর কাছে প্রশ্ন রাখলে সরাসরি প্রেমের খবর উড়িয়ে না দিলেও রহস্য জিইয়ে রেখেছেন। এ প্রসঙ্গে দৈনিক রূপালী বাংলাদেশ জানতে চাইলে শুরুতে ‘প্রেম’ প্রসঙ্গে কথা বলতে অনাগ্রহ জানান সাদিয়া আয়মান। ব্যস্ততা জানিয়ে বললেন, ‘সামাজিক মাধ্যমে মানুষ অনেক কিছুই বলে। এগুলো নিয়ে কথা বলতে আর ভালো লাগছে না।’

প্রেম প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘যদি সত্যি হয়ে থাকে দুই পক্ষ থেকে বিষয়টি আসবে। সামাজিক মাধ্যমে এমনিতে মানুষ কত কিছুই বলে। যে যা বলছেন, বলতে দেন। কি আর করার আছে।’

রনি-সাদিয়ার সম্পর্ক ঠিক কেমন জানতে চাইলে উত্তরে সাদিয়া আয়মান বললেন, ‘নরমাল, কেমন আর হবে।’ তবে অপর প্রশ্নের উত্তর না দিয়েই কেটে পড়েন এই বিতর্কিত অভিনেত্রী। তাদের ঘনিষ্ঠ অনেকেই প্রেমের খবরটি নিশ্চিত করেছেন। নাটকপাড়ায় রনি-সাদিয়ার প্রেম এখন ওপেন সিক্রেট।

বলে রাখা ভালো, এর আগে ছোট পর্দার অভিনেতা খায়রুল বাসারের সঙ্গে প্রেমের খবরে একাধিকবার শিরোনাম হয়েছিলেন সাদিয়া আয়মান। তবে হঠাৎ করে তাদের মধ্যে মনোমালিন্য হলে প্রেমটি ভেঙে যায়। এরপর নতুন করে নির্মাতাকে মন দেন এই অভিনেত্রী।

অন্যদিকে, কয়েক মাস আগে এক উপস্থাপিকার সঙ্গে প্রেমের খবর চাউর হয় রনির। সেই উপস্থাপিকাকে নিয়মিত চরকির অনুষ্ঠানগুলো উপস্থাপনায় পাওয়া যেত। হঠাৎ করেই ঘায়েব হয়ে যান সেই উপস্থাপিকা। কারণ খুঁজতে গেলে জানা যায় তাদের মন ভাঙার খবর। এরপর সাদিয়ার সঙ্গে মন দেওয়া নেওয়া করেন রনি।