ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

হাসনাত আব্দুল্লাহ খুব সোজাসাপ্টা, সারজিস মৃদুভাষী: আসিফ আকবর

মো. আফজাল হোসেন

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ০৭:৫১ পিএম

হাসনাত আব্দুল্লাহ খুব সোজাসাপ্টা, সারজিস মৃদুভাষী: আসিফ আকবর

সারজিস আলম, আসিফ আকবর ও হাসনাত আব্দুল্লাহ । ছবি: সংগৃহীত

সোমবার (২৮ অক্টোবর) হাসনাত ও সারজিসের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে এমন মন্তব্য করেন আসিফ নিজেই।

যেখানে আসিফ লিখেছেন, জেনজি’র পক্ষ থেকে জুলাই বিপ্লবের দুই সফল অধিনায়ক এসেছিলেন ধন‍্যবাদ জানাতে। তাদের সাথে দেশ, সমাজ, রাজনীতির পাশাপাশি সঙ্গীত আর মিডিয়া নিয়েও গল্প হলো। এরা যথেস্ট জ্ঞানী এবং স্মার্ট। 
এরপর হাসনাতকে সোজাসাপ্টা ও সারজিসকে মৃদূভাষী সম্বোধন করে আসিফ বলেন, ‘বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ খুব স্ট্রেইট কাট ছেলে, সারজিস আলম মৃদূভাষী। আমিও তাদেরকে আমাদের Z-Force এর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছি।’

সবশেষ আসিফ বলেন, ‘৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবে বাংলাদেশ মুক্তি পেয়েছিল দূঃসহ অবস্থা থেকে। ছাত্র জনতার জুলাই বিপ্লব এনে দিয়েছে আওয়ামী-বাকশালীদের খুনীতন্ত্র থেকে মুক্তি। Z-Force এর নভেম্বর বিপ্লব আর Gen-Z এর জুলাই বিপ্লব সমুন্নত থাকুক স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ইতিহাসে।’

জুলাইয়ে ছাত্র আন্দোলনে সরব ছিলেন আসিফ আকবর। নিজের সন্তানকে নিয়েও রাজপথে নেমেছিলেন তিনি। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে।
 

আরবি/জেডআর

Link copied!