ঢাকা শনিবার, ০২ নভেম্বর, ২০২৪

৯ বছর পর একসঙ্গে

রেজাউল করিম খোকন

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ১১:৫০ এএম

৯ বছর পর একসঙ্গে

কাজল ও কৃতি। ছবি: সংগৃহীত

সময়টা এখন ওটিটির। বিশ্বজোড়া বৈচিত্র্যময় কনটেন্ট নিয়ে হাজির নানা প্ল্যাটফর্ম। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে নতুন সিনেমা ‘দো পাত্তি’। পাহাড়ের বুকে একটা খুন। রহস্য সমাধানে প্রথমবার পুলিশ অফিসারের ভূমিকায় কাজল। টুইস্ট কৃতি শ্যাননের চরিত্রে। ‘দিলওয়ালে’ সিনেমার পর ফের একবার জুটি বেঁধেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কৃতি শ্যানন ও কাজল। শশাঙ্ক চতুর্বেদীর পরিচালনায় কৃতি ও কাজলকে অন্যভাবে আবিষ্কার করেছেন দর্শক।

এর আগে কৃতি ও কাজলকে প্রথমবার একসঙ্গে দেখা গেছে রোহিত শেঠির রোমান্টিক-অ্যাকশন সিনেমা ‘দিলওয়ালে’-তে। সেখানে বিপরীতে ছিলেন শাহরুখ খান ও বরুণ ধাওয়ান। সিনেমার চিত্রনাট্য লিখেছেন কণিকা ধিলন। ২০১৫ সালের পর ফের একবার দুই অভিনেত্রীকে দেখা যাবে একসঙ্গে। কিন্তু এই সিনেমার গল্পের আছে দুটি দিক। এই সিনেমার মাধ্যমে প্রথমবার কাজলকে দেখা গেছে পুলিশ অফিসারের ভূমিকায়। তবে ভিডিও দেখে কৃতির চরিত্রের গ্রে শেডস আন্দাজ করা যায়।

অন্যদিকে, পর্দায় প্রথবার দ্বৈত চরিত্রে দেখা গেছে কৃতিকে। এক খুনকে কেন্দ্র করে ঘণীভূত হয়েছে রহস্য। যার কিনারা করতে আসরে নামেন পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় কাজল। কে খুনি, সত্যটাই বা কী? সেই উত্তর খুঁজে বের করেন কাজল। সিনেমার গল্পের বুনন তৈরি হয়েছে উত্তরাখন্ডের কাল্পনিক শহর দেবীপুরকে ঘিরে। রহস্যময় পাহাড়ি অঞ্চলের বাঁকে বাঁকে লুকিয়ে রয়েছে কিছু সত্যি, কিছু মিথ্যে। যেখানে ভালোবাসা, প্ররোচণা, প্রতিহিংসা আপনাকে রহস্যের গভীরে নিয়ে যাবে।

কাজল। ছবি: সংগৃহীত

সিনেমাটিতে প্রথমবার প্রযোজক হিসাবে সামনে এসেছেন কৃতি শ্যানন। তার সঙ্গে রয়েছেন কণিকা ধিলনের বু বাটারফ্লাই ফিল্মস ও কথা পিকচারস প্রযোজনা সংস্থা। চলতি বছরটা দারুণ কাটছে এই বলি অভিনেত্রীর। ‘তেরি বাঁতো মে অ্যায়সা উলঝা জিয়ার পর মুক্তি পাওয়া আরেক সিনেমা ‘ক্রু’ও হিট। ভক্তদের প্রশ্ন, কৃতি কি সাফল্যের হ্যাটট্রিক করতে পারবেন? ‘দো পাত্তি’ জমজমাট থ্রিলার সিনেমা হয়েছে।

এতে কাজলকে ডেয়ারডেভিল পুলিশ অফিসারের চরিত্রে দেখা গেছে। কৃতি শ্যাননকে জিজ্ঞাসাবাদ করছেন তিনি। ঠিক যেন ইঁদুর-বিড়ালের লড়াই। সিনেমার শুরুতে দেখা যাচ্ছে পাহাড়ের রাস্তায় বাইক চালাচ্ছেন কাজল। যিনি পেশায় পুলিশ, বেড়িয়েছেন পরবর্তী মিশনে। কৃতির চরিত্রটিকে রাখা হয়েছে ধোঁয়াশায়। এক পার্টি লাভার জেন ওয়াই সে, এটা স্পষ্ট। কোনো এক অপরাধে ফেঁসে যায়, নাকি ফাঁসিয়ে দেওয়া হয়! কাজল কি পারবে সত্য উদ্ঘাটন করতে?
কাজলের গলায় ডায়লগ রয়েছে, ‘আমাদের ট্রেনিং দেওয়া হয় যে, সত্যি এবং প্রমাণ করে যে কে অপরাধী আর কে অপরাধী নয়।’ খানিক পরে দেখা যায় মুখোমুখি কৃতি আর কাজল। চলছে পুলিশি জেরা। কৃতিকে কাজলের প্রশ্ন, ‘কিন্তু এই সত্যি আর প্রমাণই যখন একে-অপরের বিপরীতে যায়, তখন কী করা উচিত আমাদের?’

কৃতি। ছবি: সংগৃহীত

বেশ কিছু অ্যাকশন দৃশ্যও রয়েছে দো পাত্তি-তে কাজলের। সিনেমাতে টান টান উত্তেজনা যেভাবে ধরে রেখেছে, তাতে দুই বলি নায়িকার যুগলবন্দিতে দর্শকদের বেশ আলাদাই অভিজ্ঞতা হতে চলেছে। একসময় মেইনস্ট্রিম হিরোইন হিসেবে কাজ করা কাজল, গত কয়েক বছরে বেশ আলাদা ধরনের চরিত্র উপহার দিয়েছেন দর্শকদের।

এই সিনেমাটি সম্পর্কে বলতে গিয়ে অজয়-পত্নী এক সাক্ষৎকারে বলেছিলেন, ‘ত্রিভাঙ্গা’ এবং ‘লাস্ট স্টোরিজ ২ ’ এর পরে আবারও নেটফ্লিক্সের সঙ্গে জুটি বেঁধে আমি খুব রোমাঞ্চিত। দো পাত্তি-তে আরও অভিনয় করেছেন শাহির শেখ। ৯ বছর পর ফের কৃতি-কাজল একসঙ্গে কাজ করেছেন।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!