ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

‘ইন্ডাস্ট্রিতেই এখন কাজের গতি নেই’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪, ০২:৫২ পিএম

‘ইন্ডাস্ট্রিতেই এখন কাজের গতি নেই’

দীপা খন্দকার। ছবি: সংগৃহীত

অভিনয় জীবনের চলার পথে অভিনয়শিল্পীরা মাঝে মাঝে কাজ থেকে বিরতি নিয়ে থাকেন। কিন্তু জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার তার অভিনয় জীবনের চলার পথে কখনো বিরতি নেননি, সেটা হোক বিয়ের পর কিংবা সন্তান হবার পর। যতটুকু সময় সংসারের প্রয়োজনে কিছুদিন বিরত থাকতে হয়, ঠিক ততটুকু সময়ই তিনি নিজেকে অভিনয় থেকে একটু দূরে রেখেছিলেন। নিয়মিত কাজে থাকার মধ্য দিয়েই তিনি অভিনয় করে গেছেন। আর এভাবেই দেখতে দেখতে অভিনয় জীবনের রজত জয়ন্তী সময় পার করেছেন দীপা খন্দকার।

এখনো তিনি নিয়মিত টিভি নাটকে অভিনয় করছেন, বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন, সিনেমাতে অভিনয় করছেন আবার উপস্থাপনাও করছেন। বিগত চার বছর ধরে নাগরিক টিভিতে ‘রান্নার এক্সপার্ট’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন তিনি। এরই মধ্যে গত সপ্তাহে বিটিভিতে প্রচারিত হলো তার অভিনীত খন্ড নাটক ‘বৃষ্টির মতো ঝরে লাল গোলাপের পাঁপড়ি’। নাটকটিতে অভিনয়ের পর বেশ ভালো সাড়া পেয়েছেন দীপা খন্দকার।

এদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের আওতাধীন ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা মূলক প্রচার কার্যক্রম’-এ একজন আলোচক হিসেবে অংশ নিয়েছেন। বিটিভিতে প্রচারের জন্য নির্মিত এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌসী। এমন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে ভীষণ ভালো লেগেছে দীপা খন্দকারের।

আপাতত কোনো নতুন ধারাবাহিকে অভিনয় করছেন না দীপা খন্দকার। দীপা জানান, ধারাবাহিক নাটকে অভিনয় করতেই তার ভীষণ ভালো লাগে। নিজের বর্তমান সময় প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘আগের মতো পুরো ইন্ডাস্ট্রিতেই কাজের গতি নেই। তারপরও আমি টুকটাক কাজ করছি। তবে প্রত্যাশা এটাই যে দ্রুত আমাদের মিডিয়াতে কাজের গতি ফিরে আসুক। অনেক শিল্পীই ঘরে এসে সময় পার করছেন। এই সময়টা পেরিয়ে সবাই কাজে ফিরুক, এমনটাই চাওয়া।’

যোগ করে তিনি আরও বলেন, ‘একজন শিল্পী হিসেবে নিজের দায়িত্ববোধের জায়গা থেকেই আমি বিটিভিতে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রমে একজন আলোচক হিসেবে অংশগ্রহণ করেছি। আমার খুব ভালো লেগেছে এই ধরনের অনুষ্ঠানে একজন আলোচক হিসেবে অংশগ্রহণ করতে পেরে। যেহেতু আমি নিজে একজন মা, নিজে একজন গৃহিণী। তাই আমার দৃষ্টিকোণ থেকে যেসব বিষয় আলোচনা করা জরুরি, আমি ঠিক তাই করার চেষ্টা করেছি।’ অনুষ্ঠানটি শিগগিরই বিটিভিতে প্রচার হবে।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!