ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

‘দরদ’ সিনেমার পোস্টার নকলের অভিযোগ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০৪:৪১ পিএম

‘দরদ’ সিনেমার পোস্টার নকলের অভিযোগ

ছবি: সংগৃহীত

ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে নিয়ে প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান সিনেমা বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। আগামী শুক্রবার (১৫ নভেম্বর) সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন এর নির্মাতা।

মুক্তি সামনে রেখে প্রচারণায় সংশ্লিষ্টরা নীরব থাকলেও সদ্য প্রকাশিত পোস্টার নকলের অভিযোগ উঠেছে। নেটিজেনদের ভাষ্য, ২০১৪ সালে মুক্তি পাওয়া জুয়ানফার আন্দ্রেস ও এস্তেবান রোয়েল পরিচালিত স্প্যানিশ হরর থ্রিলার ‌‘মুসারানাস’ থেকে হুবহু নকল করা হয়েছে দরদ’র পোস্টারটি।

যদিও এ নিয়ে নির্মাতা অনন্য মামুনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এতে শাকিব-ভক্তরা হতাশা প্রকাশ করছেন। সিনেমা দুটির পোস্টার পর্যালোচনা করে দেখা যায়, দুটিতেই লাল-কালো আভা স্পষ্ট। এমনকি মুখাবয়ব ফুটিয়ে তোলার ডিজাইনও একই।

চলচ্চিত্র সাংবাদিক মাহফুজুর রহমান পোস্টারটির সমালোচনা করে লেখেন, ‘শা‌কিব খান তার ফেসবুক পেজ থেকে দরদ ছ‌বির এই পোস্টার‌টি শেয়ার দিয়েছেন। এই পোস্টার‌টি নকল। অনন‌্য মামুন এর আগেও পোস্টার নকল করেছেন। ‘নবাব এলএল‌বি’ বলুন আর তার প্রথম ছ‌বি ‘মোস্ট ওয়েলকাম’ বলুন, তার এক‌টি দু‌টি ছাড়া সব ছ‌বিই নকল।’

বলা দরকার, ১৫ নভেম্বর বিশ্বজুড়ে ৭০টি সিনেমা হলে মুক্তি পাবে ‘দরদ’। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে এটি। শাকিব-সোনাল ছাড়াও এতে আরও অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ প্রমুখ। প্রযোজনায় রয়েছে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। তাদের সঙ্গে যুক্ত হয়েছে ভারতের এসকে মুভিজ।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!