শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ০১:৩২ পিএম

সাপোর্ট চাইলেন রুক্মিণী

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ০১:৩২ পিএম

সাপোর্ট চাইলেন রুক্মিণী

রুক্মিণী। ছবি: সংগৃহীত

‘টেক্কা’ সিনেমায় হয়েছিলেন ‘রাফ অ্যান্ড টাফ’ পুলিশ অফিসার মায়া খাস্তগির। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সিনেমাতে দেব-স্বস্তিকার পাশাপাশি রুক্মিণীও দর্শকদের প্রশংসা পেয়েছেন। তার অভিনয় অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে। এবার ‘হাঁটি হাঁটি পা পা’র মাধ্যমে নতুন সফর শুরু করলেন অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে অভিনেত্রী নিজেই জানিয়েছেন এই নতুন সফরের কথা। আসলে অর্ণব কুমার মিদ্যা পরিচালিত সিনেমা ‘হাঁটি হাঁটি পাপা’। তাই ফার্স্টলুক শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশনে ছবির নামের হ্যাশট্যাগ দিয়ে লেখেন, ‘খুব শিগগিরিই নতুন এই সফরের শুরু। প্রত্যেকবারের মতো এবারও আপনাদের সবার ভালোবাসা ও সাপোর্ট চাই।’

‘হাঁটি হাঁটি পাপা’র এই ফার্স্টলুক পোস্টারে সমুদ্র সৈকতে ঢেউ আসার ছবি দেখা যাচ্ছে। একদিকে নোনা জলের সাদা ফেনা, অন্যদিকে হলুদ বালুচর। আর এর মাঝেই দুজনের পায়ের চিহ্ন। একটি চিহ্ন প্রাপ্তবয়স্ক মানুষের, অন্যটি কোনও ছোট শিশুর। জানা গেছে, নিজের সিনেমার মাধ্যমে অন্যরকম ভালোবাসার কথা বলতে চলেছেন পরিচালক অর্ণব মিদ্যা।

কেমন হবে সেই গল্প? পরিচালক জানালেন, গল্প ভালোবাসার তবে নারী-পুরুষের প্রেম নয়। বরং এই গল্প বলবে জীবনকে ভালোবাসার গল্প। যে সম্পর্কে ছোট থেকে বুড়ো হওয়া পর্যন্ত, এমনকী মৃত্যুর আগে পর্যন্ত মানুষের থেকে যায়।

জানা গেছে, সিনেমার চিত্রনাট্য নিয়ে বহু দিন ধরেই কাজ করছেন পরিচালক। আর রুক্মিণী মৈত্রকে ভেবেই এই গল্প লেখা। কাহিনিকার প্রিয়াঙ্কা পোদ্দার।

রুক্মিণীকেই কেন বাছলেন? সেই প্রশ্নে পরিচালকের জবাব, অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রুক্মিণী। ভোর রাত তিনটে হোক বা বেলা বারোটা, যখনও তার কোনও ইনোভেটিভ আইডিয়া আসে জানাতে থাকেন। কাজের প্রতি এতটাই ডেডিকেশন। এমন অভিনয়শিল্পীর সঙ্গেই কাজ করতে চেয়েছিলেন অর্ণব। আশা করছেন ডিসেম্বর মাসেই সিনেমার শুটিং শুরু করে দেবেন। আগামী বছরের গ্রীষ্মেই ‘হাঁটি হাঁটি পাপা’র মুক্তি পাওয়ার কথা।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!