ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

আসছে লগ্নার মৌলিক গান কেমনে তোরে ভুলি

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০৪:২৪ পিএম

আসছে লগ্নার মৌলিক গান কেমনে তোরে ভুলি

রাহিদা লগ্না। ছবি: রূপালী বাংলাদেশ

দীর্ঘদিন ধরে ফোক গান করে দর্শক-শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন সংগীতশিল্পী রাহিদা লগ্না। গানের জগতে প্রবেশের শুরু থেকেই তিনি ফোক ও আধ্যাত্মিক ঘরানার গানই করে থাকেন। সেই ধারায় এবার নতুন মৌলিক গান নিয়ে আসছেন শ্রোতাদের সামনে। শিগগিরই প্রকাশ হতে যাচ্ছে লগ্নার গান ‘কেমনে তোরে ভুলি’। গানটি লিখেছেন রজিব এলিন, সুর ও কম্পোজিশন করেছেন মুরাদ নূর এবং মিউজিক আয়োজনে ছিলেন মুশফিক লিটু। মিউজিক ভিডিও করেছেন রাফি হিমাদ্রি এবং অভিনয় করেছেন সফল এবং সামিয়া।

গানটি ফোক ঘরানার উল্লেখ করে নিজের নতুন মৌলিক গান সম্পর্কে রাহিদা লগ্না বলেন, এমন একটি গান করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। খুব সুন্দর কথামালা, সুর এবং মিউজিক সব মিলিয়ে দারুণ একটা গান শ্রোতারা শুনবেন। আশা করি গানটি তাদের ভালো লাগবে।

ছোটবেলা থেকেই গান শিখছেন লগ্না। তার প্রথম সংগীতগুরু শ্রী স্বপন কুমার সাহা। এরপর দীর্ঘদিন চাচা রাশেদুল ইসলাম খোকনের কাছ থেকে গানের তালিম নিয়েছেন। পরে জামালপুর শিল্পকলা একাডেমি ও লোকজ থেকে গান শিখেছেন। রাজধানীর নজরুল ইনস্টিটিউট থেকেও চর্চা করেছেন। এর আগে সরল নামে ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন এ সংগীতশিল্পী। দলটির ব্যানারে প্রকাশিত তার কণ্ঠে ‘দেহতরী’ নামে একটা গান শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। এছাড়া ‍‍`জল‍‍`, ‍‍`ভাল হবে না রে ফল‍‍`, ‍‍`আমায় পাগল বানাইয়া দিয়া গেলি‍‍` গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে।

আরবি/জেডআর

Link copied!