ঢাকা শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

আমার কিছু দর্শক আছে: সোহেল মণ্ডল

রেজা শাহীন

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪, ০১:২৬ পিএম

আমার কিছু দর্শক আছে: সোহেল মণ্ডল

সোহেল মণ্ডল। ছবি: সংগৃহীত

এ সময়ের দর্শকপ্রিয় অভিনেতা সোহেল মণ্ডল। নাটক, সিনেমা এবং ওটিটি; তিন মাধ্যমেই সরব এই অভিনেতা। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘রংঢং’। বর্তমানে বেশকিছু সিনেমা এবং নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। কাজ ও সমসাময়িক প্রসঙ্গে দৈনিক রূপালী বাংলাদেশের সঙ্গে কথা বলেছেন সোহেল মণ্ডল।

ব্যস্ততা 
একটা সিনেমায় কাজ করছি। এটার কিছু শুটিং বাকি আছে। বেশ কয়েকটা নাটকের কথা চলছে। অলক হাসানের পরিচালনায় ‘জন্মদাগ’ নাটকে কাজ করেছি। এতে নৈশপ্রহরী চরিত্রে আমাকে দেখা যাবে। সাফা কবিরকে দেখা যাবে পরিচ্ছন্নতাকর্মী চরিত্রে। আরও কিছু কাজ আছে সেগুলো সময় হলে জানাব।

রংঢং
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সিনেমাটি মুক্তি পেয়েছে। ৮ বছরেরও বেশি সময় ধরে ‘রংঢং’ আটকে ছিল। সেন্সরসহ নানা জটিলতায় সিনেমাটি এতদিন মুক্তি পায়নি। সিনেমাটি মুক্তি পেলেও আমি প্রচারণায় থাকতে পারিনি দেশের বাইরে থাকার কারণে। অস্থির একটা সময়ে সিনেমাটি মুক্তি পেয়েছে। যে সময়টাতে সিনেমা হলে দর্শকদের উপস্থিতি কেমন সেটা তো আপনারা জানেন। তবে যারাই সিনেমাটি দেখেছে ইতিবাচক রিভিউ দিয়েছেন। দর্শকদের অনুরোধ করব যেন হলে গিয়ে সিনেমাটা দেখে।

ফারাম গেট
এটা একজন প্রান্তিক মানুষের গল্প। ফার্মগেট জায়গাতেই তার বসবাস। জীবনের নানাকিছু উন্নতি করতে চায় সে। কিন্তু শেষ পর্যন্ত কিছুই করতে পারে না। আমার সঙ্গে সামিরা খান মাহি নাটকটিতে কাজ করেছেন।

সোহেল মণ্ডল। ছবি: সংগৃহীত

গল্প নির্বাচন
আমার কাজ দর্শক পছন্দ করে কিনা জানি না। তবে আমার কিছু দর্শক আছে যারা আমার কাজের জন্য অপেক্ষায় থাকেন। তারা কাজ দেখে অ্যাপ্রিসিয়েট করেন। গল্প নির্বাচনের ক্ষেত্রে প্রথম প্রায়োরিটি হচ্ছে, গল্পটা কেমন। তারপর চরিত্র, পরিচালক, প্রোডাকশন হাউজ এসব বিষয় দেখি। সবকিছু ব্যাটে বলে মিলে গেলেই কাজটা করতে রাজি হই। যদিও নিয়মিত নাটক করছি। সেই জায়গা থেকে চাইলেও এতোকিছু দেখার সুযোগ থাকে না। তবে চেষ্টাটা থাকে সব সময়।

অভিনয়ের শুরুটা
২০০৬ কিংবা ২০০৭ সালের দিকে নাট্যাঙ্গন থিয়েটার অফ ড্রামা স্কুল থেকে কাজের শুরুটা হয়। প্রাচ্যনাট্যের সঙ্গেও যুক্ত হই। থিয়েটার করতে করতে অভিনয়ের প্রতি একটা প্যাশন তৈরি হয়। ২০১২ সালে ‘আন্ডার কন্সট্রাকশন’ সিনেমা দিয়ে পর্দায় অভিষেক হয় আমার। ‘শ্যাওলা’, ‘তাকদীর’, ‘মুসাফির’, ‘হাওয়া’, ‘মায়ার জঞ্জাল’ এসব কাজগুলো করতে করতে অভিনেতা হয়ে ওঠা। এখন তো নিয়মিত কাজ করার সুযোগ পাচ্ছি। জার্নিটা অনেক লম্বা ছিল। কাজের জন্য অপেক্ষা করেছি সেই সুযোগটা এখন পাচ্ছি। ‘তাকদীর’ ওয়েব সিরিজে কাজ করার পর দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছি।

সিনেমা
চলতি বছরের মে মাসে মুক্তি পেয়েছিল আমার ‘শ্যামা কাব্য’ সিনেমাটি। বদরুল আনাম সৌদ এটি নির্মাণ করেছেন। হলে মুক্তি পাওয়ার পর সিনেমাটি ওটিটিতে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্ত পায়নি। কবে পাবে সেটি জানি না। মুক্তির অপেক্ষায় আছে মাসুদ হাসানের উজ্জ্বলের ‘বনলতা সেন’, সোহেল আরমানের ‘সংবাদ’ নামের সিনেমা দুটি। এরই মধ্যে একটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছি। আরও কিছু কাজের কথা চলছে।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!