ঢাকা বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫

আসছে ‘বহুরূপী’, যাচ্ছে ‘দামাল’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪, ০৭:২৩ পিএম

আসছে ‘বহুরূপী’, যাচ্ছে ‘দামাল’

নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘বহুরূপী’। গেল দুর্গাপূজায় মুক্তি পাওয়া সিনেমাটি ইতিমধ্যেই দারুণ সাড়া ফেলেছে পশ্চিমবঙ্গে। এবার এটি আসছে বাংলাদেশে। আর সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছে ইমপ্রেস টেলিফিল্ম। এর বিপরীতে পশ্চিমবঙ্গে যাচ্ছে রায়হান রাফির ‘দামাল’। খোঁজ নিয়ে জানা যায়, সিনেমা দুটির বিনিময়ের ক্ষেত্র এখনও চূড়ান্ত হয়নি।

বিষয়টি নিয়ে প্রযোজক-পরিচালক মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘বহুরূপি সিনেমাটি আনার জন্য তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছে ইমপ্রেস টেলিফিল্ম। কিন্তু মন্ত্রণালয় এখনও অনুমতি দেয়নি। সামনে মিটিং হওয়ার কথা রয়েছে, আমরা আশাবাদী; এখন দেখা যাক কী সিদ্ধান্ত হয়।’

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যমকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানান, সাফটা চুক্তি আওতায় ভারতের যে দুটি সিনেমা বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে তার মধ্যে আছে- ‘পুষ্পা ২’ ও ‘বহুরূপী’।

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা-২’ সিনেমাটি আমদানির কথা জানিয়েছিল ঢাকার অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। তবে এ নিয়েও কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন জানান, শাকিব খানের ‘দরদ’ নিয়ে ব্যস্ত থাকায় ‘পুষ্পা-২’ আপাতত আমদানি করছে না তার প্রতিষ্ঠান।

উল্লেখ্য, উইনডোজ প্রোডাকশনের ব্যানারে ‘বহুরূপী’ সিনেমাটি নির্মিত হয়েছে এক দুর্ধর্ষ ব্যাংক ডাকাতির গল্প নিয়ে। এতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তীসহ অনেকে।

অন্যদিকে, রায়হান রাফির ‘দামাল’ তৈরি হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের বিভিন্ন ঘটনা অবলম্বনে। আর এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, শাহনাজ সুমি, সুমিত, রাশেদ অপু, ইন্তেখাব দিনার, পূজা, সামিয়া অথৈসহ অনেকে।

আরবি/এস

Link copied!