ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

ত্রিভুজ প্রেমের গল্পে ‘হৃদয়ে বসবাস’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৪, ১১:৩৪ এএম

ত্রিভুজ প্রেমের গল্পে ‘হৃদয়ে বসবাস’

ছবি: সংগৃহীত

ত্রিভুজ প্রেমের গল্পে সম্প্রতি নির্মিত হয়েছে একক নাটক ‘হৃদয়ে বসবাস’। ফ্লোরা, সাজান ও রায়হানের ত্রিভুজ প্রেমের কাহিনি নিয়ে এগিয়ে গেছে নাটকের গল্প। যার পরিণতি বিয়োগান্তক। জামিউর রহমান লেমনের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন নাজমুল হক।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, তাহমিনা সুলতানা মৌ, আলমগীর কবীর, সপ্তর্ষি সাহা, নাজিয়া ফারহা, কবির উদ্দিন আহমেদ, সফিকুল ইসলাম প্রমুখ। শনিবার (২৩ নভেম্বর) রাত ৯টা ০৫ মিনিটে ‘হৃদয়ে বসবাস’ নাটকটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে।

ডাক্তার দম্পতির আধুনিক মেয়ে ফ্লোরা। ছোটবেলায় তার মা তাকে ও তার বাবাকে দেশে ফেলে স্কলারশিপ নিয়ে আমেরিকায় চলে যায়। ব্রোকেন পরিবারে বেড়ে ওঠা ফ্লোরার প্রেমের সম্পর্ক হয় ধর্ণাঢ্য প্রতিবেশির ছেলে সাজানের সঙ্গে। কিন্তু ফ্লোরার বাবা সে সম্পর্ক মেনে নেয় না। তাকে ব্রিলিয়ান্ট ইঞ্জিনিয়ার রায়হানের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। বিবাহিত জীবনে একটি সন্তানের জন্ম হলেও বেশ অসুখী ফ্লোরা। সাজান ফ্লোরার স্মৃতি আগলে আমেরিকায় পাড়ি জমায়। সেখানে সে বাঙালি ঐতিহ্যের মিশেলে ফ্লোরার নামে কটেজ তৈরি করে।

রায়হান এদেশে লাবণী নামে এক অসাধু ব্যবসায়ীর রোষানলে পড়ে। রায়হানের আমেরিকা থেকে কাজের অফার আসলে আমেরিকার উদ্দেশ্যে পাড়ি জমানোর সময় এয়ারপোর্ট রোডে গুরুতর দুর্ঘটনার শিকার হয়। মর্গে গিয়ে ফ্লোরা ও তার বাবা রায়হানের নিথর দেহ দেখে চমকে যায়। এভাবে এগিয়ে যায় নাটকের কাহিনি।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!