ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

রাজীবসহ নভেম্বরে মারা যাওয়া শিল্পীদের জন্য সমিতিতে মিলাদ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৪, ০৪:৫৯ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

চলচ্চিত্রের অনেক তারকা মারা গেছেন নভেম্বর মাসে। তাদের মধ্যে আছেন জনপ্রিয় অভিনেতা রাজীব, কালা আজিজ, মুকুল তালুকদার, মতিসহ অনেকেই।

তাদের স্মরণে আজ শুক্রবার (২২ নভেম্বর) শিল্পী সমিতিতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মিলাদে অংশ নেন সমিতির শতাধিক শিল্পীরা। আজ বাদ আসর শিল্পী সমিতির প্রাঙ্গণে এফডিসির মসজিদের ইমাম এই মিলাদ পড়ান।

এ সময় শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর প্রয়াত শিল্পীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন। সভাপতি ছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক আরমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, দফতর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর এবং কোষাধ্যক্ষ কমল, কার্যনির্বাহী সদস্য সুব্রত, চুন্নু, রিয়ানা পারভিন পলি, সনি রহমান এবং চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি প্রমুখ।