ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

‘এমন খবর মেনে নেওয়া যে কতটা কষ্টের, বলে বোঝাতে পারব না’

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪, ১১:২৯ এএম

‘এমন খবর মেনে নেওয়া যে কতটা কষ্টের, বলে বোঝাতে পারব না’

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির শতবর্ষী নানা শামসুল হক গাজী গত বছরের আজকের দিনে (২৪ নভেম্বর, ২০২৩) না ফেরার দেশে পাড়ি জমান। ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে পরীমণি বেড়ে ওঠেন ভাণ্ডারিয়ায় তার নানা বাড়িতে। নায়িকার সবকিছু জুড়ে ছিল নানা ভাই। প্রিয় নানা ভাইকে হারানোর ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছেন পরী। নানা শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সন্তানসহ অভিনেত্রী ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি পিরোজপুরে গেছেন।

গ্রামে গিয়ে পরপর দুটি মৃত্যুর সংবাদ পেলেন পরীমণি। তার মধ্যে একটি খবরে বিব্রত এই অভিনেত্রী। শনিবার সকাল থেকে একটা খবর বেশ চর্চিত হচ্ছে, ‘নায়িকা পরীমণির প্রথম স্বামী নিহত’। শুক্রবার (২২ নভেম্বর) ভোরে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচর এলাকায় একটি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। ভাইরাল এই সংবাদ দেখে বিরক্ত, ক্ষুব্ধ পরীমণি।

তার ভাষ্যে, ‘কারও মৃত্যু তো হাসি-তামাশার বিষয় নয়। ইসমাইলের মৃত্যু নিয়ে যে যেভাবে পারছেন, খবর প্রকাশ করেছেন। উৎসব উৎসব ভাব মনে হচ্ছে। এটা সত্যিই কষ্টদায়ক। এমনটা মোটেও আশা করিনি।’

যে ইসমাইল হোসেনকে নিয়ে সবাই এত কথা বলছেন, তার সঙ্গে পরীমণির আসলে সম্পর্কটা কী, এ নিয়ে সবারই কৌতূহল। এত বছরের অভিনয়জীবনে পরীমণিও তাকে নিয়ে কিছু বলেননি, ইসমাইলও এ বিষয়ে কখনো কিছু বলেননি। পরীমণি জানিয়েছেন ইসমাইল হোসেন জনি তার আত্নীয়। তার আপন খালাতো ভাই। বড় খালুর বড় ভাইয়ের ছেলে। দুজনে একসঙ্গেই বেড়ে উঠেছেন। তাদের বয়সের পার্থক্য থাকলেও চমৎকার সম্পর্ক ছিল বলে জানান পরী।

তবে খালাতো ভাই ইসমাইলের মৃত্যুর খবরে মেনে নিতে কষ্ট হচ্ছে নায়িকার। শুধু বললেন, ‘এমন খবর মেনে নেওয়া যে কতটা কষ্টের, বলে বোঝাতে পারব না।’

শনিবার বিকেলে পরীমণি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘নিয়তির ডাকে দিলে যে সাড়া, ফেলে গেলে শুধু নীরবতা। যার চলে যায় সেই বোঝে হায়, বিচ্ছেদের কি যন্ত্রণা!’

দিনভর এমন খবরে আলোচনায় ছিলেন পরীমণি। বিকেল গড়িয়ে রাত হতেই নায়িকা পেলেন আরও একটি খারাপ সংবাদ। চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তার প্রথম সিনেমার পরিচালক শাহ আলম মণ্ডল। এই নির্মাতার হাত ধরে সিনেমায় আসেন পরীমণি। এই পরিচালক তাকে নিয়ে নির্মাণ করেন ‘ভালোবাসা সীমাহীন’।

চিত্রনায়িকা পরীমণির জন্য গত দুই দিন ছিল খুবই দুঃখের দিন। কয়েক ঘণ্টার ব্যবধানে দুজন কাছের মানুষের মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি।

আরবি/এফআই

Link copied!