ঢাকাই চলচ্চিত্রের নন্দিত অভিনেতা মিশা সওদাগর। নয় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি ও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এখনো সমান বীরত্ব নিয়ে অভিনয় চালিয়ে যাচ্ছেন। তার শুরুটা নব্বই দশকে নায়ক চরিত্রে। এরপর ‘আশা ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম খলনায়ক হিসেবে পর্দায় উপস্থিত হন মিশা সওদাগর। প্রায় ৩৪ বছরের অভিনয় জীবনে খল চরিত্রে নিজেকে কিংবদন্তি হিসেবেই তুলে ধরেছেন এই অভিনেতা। সিনেপ্রেমীদের একাংশের মতে—তিন যুগ ধরে নিজের অভিনয় শৈলীতে মিশা সওদাগর ছাপিয়ে গেছেন আগের তুখোড় সব খল অভিনেতাদের।
সম্প্রতি মুম্বাই থেকে ‘বরবাদ’ সিনেমার শুটিং করে ঢাকায় ফিরেছেন এই অভিনেতা। মিশা সওদাগর দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘আপাতত বরবাদ নিয়ে পরিচালকের পক্ষ থেকে কথা বলা বারণ তবুও বলতে হয় যে, অনেক দিন পর দারুণ একটি গল্পের সিনেমা পেতে যাচ্ছেন দর্শকরা। একেবারে ভিন্ন ঘরানার গল্প। নতুন একটি লুকে এই সিনেমায় হাজির হচ্ছি। শাকিব খানকেও ব্যতিক্রম ভাবে পাবে দর্শকরা।’
যোগ করে এই অভিনেতা আরও বলেন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে ব্যয় বহুল সিনেমা বরবাদ এবং বাংলাদেশেরও সবচেয়ে বড় ব্যয় বহুল সিনেমা হতে যাচ্ছে এটি। নির্মাণে যেমন ভিন্ন আছে তেমন সিনেমাটির জন্য যেসব ইন্সট্রুমেন্ট ব্যবহার হচ্ছে তা এর আগে কখনো দেখিনি। এর আগে আমি নিজেও করিনি। যেহেতু আমি বাণিজ্যিক সিনেমা করি সেই জায়গা থেকে দেশের সবচেয়ে ব্যয় বহুল সিনেমা বরবাদ। সব মিলিয়ে আন্তর্জাতিক মানের একটি সিনেমা দর্শক উপহার পেতে যাচ্ছে। আমি সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী।’
মিশা সওদাগর অভিনীত মুক্তির অপেক্ষায় আছে বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’, সানী সানোয়ারের ‘এশা মার্ডার’সহ বেশ কয়েকটি সিনেমা। দীর্ঘ অভিনয় জীবনে মিশা সওদাগর দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। ‘বস নাম্বার ওয়ান’ সিনেমার জন্য শ্রেষ্ঠ খল চরিত্রের অভিনেতা এবং ‘অল্প অল্প প্রেমের গল্প’ সিনেমার জন্য শ্রেষ্ঠ কৌতুক চরিত্রের অভিনেতা হিসেবে পুরস্কৃত হন তিনি। বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন।
আপনার মতামত লিখুন :