ঢাকা বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

১২০০ পর্বের মাইলফলকে ‘মাশরাফি জুনিয়র’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪, ০১:৩৫ পিএম

১২০০ পর্বের মাইলফলকে ‘মাশরাফি জুনিয়র’

ছবি: সংগৃহীত

গ্রাম থেকে উঠে আসা এক নারী ক্রিকেটারের উত্থানের গল্প বলার চ্যালেঞ্জ নিয়ে ঠিক চার বছর আগে দীপ্ত টিভিতে প্রচার শুরু হয়েছিল ‘মাশরাফি জুনিয়র’। আগামী ২৮ নভেম্বর সফলতার সঙ্গে জনপ্রিয় এই ধারাবাহিক পূর্ণ করতে যাচ্ছে ১২০০ পর্ব। শুধু পর্ব না, দীর্ঘ সময় প্রচারের কৃতিত্ব ধরে রেখে এটাই কি দীর্ঘতম ধারাবাহিক কী না-সেটাই কৌতুহল সৃষ্টি করেছে।

নব্বই দশকের জনপ্রিয় ধারাবাহিকগুলো নিয়ে নস্টালজিয়ায় ভোগা দর্শক অবিশ্বাস্যভাবে শুরু থেকে এখনো পর্যন্ত আছে ‘মাশরাফি জুনিয়র’র সঙ্গে। ‘সব বাধা ডিঙিয়ে এক অসম্ভব স্বপ্নছোঁয়ার গল্প’ বলতে বলতে মণি, আয়ান, রুনা, দিলারাদের সাথে দর্শকের এই মধুর সম্পর্ক কি আরও দীর্ঘ হবে!

ভাইকে কথা দিয়ে ক্রিকেটার হবার স্বপ্ন নিয়ে বন্ধু আয়ানের হাত ধরে শহরে আসা মণির জীবন থেকে হারাতে বসেছে বন্ধু আর ক্রিকেট দুইটাই। বন্ধু আয়ানকে বিয়ের পর রুনা বাধা হয়ে দাঁড়িয়েছিল মণির পথে, সেই এখন মণিকে এগিয়ে দিচ্ছে জাতীয় দলে খেলার জন্য। তবে মণিকে জাতীয় নারী ক্রিকেট দলে দেখাতে দর্শকের যে আকাঙ্খা, তা আরও দীর্ঘ হচ্ছে একের পর এক জটিলতা আর মণির সংগ্রাম করে পথচলার জন্য।

জুয়াড়িদের চক্রান্ত আর বোর্ডের কঠিন ফিটনেস পরীক্ষায় উতড়ে মণি আবারও এগিয়ে যেতে চায় জাতীয় দলে খেলার সুযোগ করে নিতে। সে লাল সবুজের জার্সি শেষ পর্যন্ত গায়ে জড়াতে পারবে কী না এমনই এক দ্বিধা নিয়ে দর্শকরা অপেক্ষা করছেন মাইলফলক এই ১২০০তম পর্ব দেখতে।

পরিচালক সাজ্জাদ সুমন বলেন, ‘মাশরাফি জুনিয়র ১২০০ পর্ব হচ্ছে এটা বাংলাদেশের ইতিহাসে একটা মাইলফলক! প্রায় ৫ বছর ধরে একটা মেগা সিরিয়ালকে ১২০০ পর্বে টেনে আনা সহজ কাজ ছিল না। যেখানে বাংলাদেশে সফল ভাবে ২০০ পর্ব করাই কঠিন কাজ। কিন্তু বড় ধারাবাহিক চাইলে সম্ভব এটা মাশরাফি জুনিয়রই প্রমাণ! মেগা সিরিয়ালের দর্শক আছে আর যে কারণে আমরা এত দূর আসতে পেরেছি। আমি একটা কথাই বলব টিভির জন্য মেগা সিরিয়ালের বিকল্প নেই! মাশরাফি জুনিয়ার অনলাইনেও বেশ জনপ্রিয়। এই জনপ্রিয়তায় আমার দায় বদ্ধতা বেড়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘টানা ৫ বছর একটা কাজে মনোসংযোগ দেয়া আমার জন্য সহজ ছিল না। দর্শকের কথা ভেবেই লেগে ছিলাম অন্য কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও করিনি। ভালো লাগা কাজ দর্শকপ্রিয়তা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় ধারাবাহিকটির নির্মাতা আমি ধন্যবাদ জানাতে চাই দীপ্ত টিভি ও মাশরাফি জুনিয়রের পুরো টিমকে। তাদের কঠিন পরিশ্রম এর ফসল ১২০০ পর্বে মাশরাফি জুনিয়র। যারা দর্শক যাদের জন্য এত দূর আসা কি বলবো-অনেক ভালোবাসা।’

আহমেদ খান হীরকের গল্পে ‘মাশরাফি জুনিয়র’-এর চিত্রনাট্য করেছেন আসফিদুল হক আর সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। সাজ্জাদ সুমনের পরিচালনায় নাটকের লাইন প্রডিউসার হিসেবে আছেন কিশোর খন্দকার। দর্শকনন্দিত মণি চরিত্রে সাফানা নমনিসহ আরও অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, চিত্রলেখা গুহ, সমু চৌধুরী, রোজি সিদ্দিকী, সোহেল তৌফিক, মিতুল রহমান, মাইশা মাশফিকা তানিশা, জুয়েল জহুর, একে আজাদ সেতু, আজিজুন মিম, শেহজাদ ওমর, রুবাইয়া এশা প্রমুখ।

প্রতিদিন রাত ৮টায় দীপ্ত টিভিতে প্রচারের আগেই ‘মাশরাফি জুনিয়র’-এর দেখা যাচ্ছে দীপ্ত প্লেতে, সাথে ইউটিউব আর ফেসবুকে থাকছে আগের মতই।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!