ঢাকা শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

‘পুষ্পা ২’ নিয়ে বিপাকে আল্লু অর্জুন

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৪, ০৪:৪৭ পিএম

‘পুষ্পা ২’ নিয়ে বিপাকে আল্লু অর্জুন

ছবি, সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা-১’ সাফল্যের পাশাপাশি লাফিয়ে বৃদ্ধি পেয়েছে তার পারিশ্রমিকও। প্রথম পর্বের চেয়ে এবার ‘পুষ্পা-২’ ছবিতে নাকি ছয়গুণ বেশি পারিশ্রমিক নিয়েছেন এ অভিনেতা।  আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ছবি ‘পুষ্পা-২’।

এ ছবি দেখার অপেক্ষায় রয়েছেন তার কোটি কোটি ভক্ত-অনুরাগী। তবে ছবিটি মুক্তির আগেই শঙ্কা দেখা দিয়েছে। বেশ কিছু জায়গায় সেন্সর বোর্ড  আপত্তি জানিয়েছে। মুক্তির দোরগড়ায় এসে যেসব বদল করতে বলা হয়েছে নির্মাতাকে, তাতে ছবির মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে গত দুই বছরে বারবার পিছিয়েছে ‍‍`পুষ্পা-২ মুক্তির তারিখ। বক্স অফিসসূত্রে জানা গেছে, এ ছবির নির্মাণে খরচ হয়েছে ৪০০ থেকে ৫০০ কোটি টাকা। সময় যত খরচ হয়েছে, মুক্তির আগেই তার চেয়ে বেশি উপার্জন করে ফেলেছে‘পুষ্পা-২’ — এমনটিই গুঞ্জন উঠেছে ইন্ডাস্ট্রিতে। ‘পুষ্পা-২’ তেলেগু ভাষা ছাড়াও তামিল, কন্নড়, মালয়ালাম, হিন্দি—এমনকি বাংলাতেও মুক্তি পাচ্ছে।

এদিকে বৃহস্পতিবারই সেন্সর বোর্ড ছবিকে ইউ/এ প্রশংসাপত্র দিয়েছে। ছবির সময়সীমা ৩ ঘণ্টা ২২ মিনিট। যার ফলে এ ছবি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে দীর্ঘতম ছবিগুলোর একটি হতে চলেছে। যদিও ছবিতে বেশ কিছু দৃশ্যে কাঁচি চালানোর নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। যার মধ্যে অন্যতম তিনটি জায়গায় ‍‍`ছাপার অযোগ্য‍‍` কিছু শব্দ ব্যবহার করা হয়েছে বলে তা পরিবর্তন করতে বলা হয়েছে।

এ ছাড়া দক্ষিণ ভারতে পূজিত দেবতা ভেঙ্কটেশ্বরের নাম বদলে কেবল ‍‍`ঈশ্বর‍‍` রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এবং আল্লুর একটি দৃশ্য বদল করার প্রস্তাব দেওয়া হয়েছে। আর একটি অ্যাকশন দৃশ্যে আল্লু যেখানে শত্রুপক্ষের পা উপড়ে নিয়ে হাওয়ায় উড়িয়ে দিচ্ছেন, সেটিতেও বদল আনতে বলা হয়েছে।

আরবি/এস

Link copied!