চঞ্চল খান- শুধু শিল্পীই নন, একাধারে লেখক, গবেষক, প্রামাণ্যচিত্র নির্মাতা, চিত্রশিল্পী, সংগঠক ও শিক্ষক। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর ধানমন্ডি ছায়ানটের রমেশচন্দ্র স্মৃতি মিলনকেন্দ্র ‘তোমার গানের ছায়ায়’ শিরোনামে গানের আসরে একক পরিবেশনায় মুগ্ধতা ছড়ালেন এই বরেণ্য শিল্পী।
গানের আসরটি আয়োজন করে শুদ্ধমঞ্চ। সন্ধ্যায় চঞ্চল খান গাইলেন প্রচলিত-অপ্রচলিত একগুচ্ছ রবীন্দ্রসঙ্গীত।
গানগুলোর মধ্যে ছিল- ‘আমার খেলা যখন ছিল তোমার সনে’, ‘হে ক্ষণিকের অতিথি’, ‘অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি’, ‘আমার হিয়ার মাঝে হেমন্ত’, ‘পথিক পরান চল’, ‘সেদিন দুজনে দুলেছিনু বনে’, ‘তুই ফেলে এসেছিস কারে’, ‘এসেছিলে তবু আস নাই/জানায়ে গেলে’, ‘প্রাঙ্গণে মোর শিরীষশাখায় ফাগুন মাসে’, ‘আজি ঝড়ের রাতে তোমার অভিসার’, ‘অলি বার বার ফিরে যায়’, ‘কোথা হতে শুনতে যেন পাই’, ‘যারা বিহান বেলায়, ওগো আমার চির অচেনা পরদেশী’ অন্যতম।
চার দশক ধরে সুরের সঙ্গে তার বসবাস। দীর্ঘদিন ধরে সুরের শিক্ষাদান করছেন। সদালাপী ড. চঞ্চল খান বলেন, সঙ্গীতচর্চা জীবিকা নয়, সঙ্গীত আমার কাছে যাপিত জীবনের অবলম্বন।
আপনার মতামত লিখুন :