রাজধানীর আর্মি স্টেডিয়ামে আজ আয়োজিত হচ্ছে ম্যাজিকাল নাইট ২.০। কনসার্টটির আয়োজন করেছে ট্রিপল টাইম কমিউনিকেশনস। তবে সরেজমিনে কনসার্টে দেখা গেছে চরম অব্যবস্থাপনা। প্রয়োজনে খুঁজে পাওয়া যাচ্ছে না কর্তৃপক্ষদের। সঠিক তথ্য দিতে পারছে না কেউ।
বাইরের লম্বা লাইন পেরিয়ে দরজায় এসে প্রবেশ করতে গিয়ে মারামারির শিকার হতেও হয়েছে অনেকের। এদিকে, ট্রিপল টাইম কমিউনিকেশনসের পক্ষ থেকেও বারবার সিদ্ধান্ত পরিবর্তনের কারণে একেক গেটে ছুটোছুটি করে হয়রানির শিকার হচ্ছেন অনেকেই।
পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলামের নাম শুনে আসা একজন শ্রোতা তানজিলা শাহেদ বলেন, এটা কী হচ্ছে, বুঝতে পারছি না। অর্গানাইজাররা কোথায়, কেউ বলতে পারে না। গেটে জিজ্ঞেস করলে বলছে ১৪ তে যান। ১৪ তে গেলে বলে ১৬ তে যান। নানা তালবাহানা হচ্ছে আমাদের সঙ্গে।
কাফরুল থেকে আসা আব্দুল কাদের বলেন, খাবারগুলো বাসি হয়ে গেছে। পানি কোথায় বলতে পারছি না। যাত্রাবাড়ি থেকে আসা সীমান্ত বলেন, সেই কাকলি থেকে লাইন ধরে আসছি। এখানে প্রবেশ মুখে মার খেতে হয়েছে।আয়োজকদের ব্যবস্থাপনা খুব খারাপ। এর চেয়ে বেঙ্গল ক্ল্যাসিক্যাল ফেস্ট অনেক অর্গানাইজড ছিল। এই কনসার্টের আয়োজকরা টাকা কামাতে এসেছে। এরা জানে না অনেক কিছু।
অভিযোগ প্রসঙ্গে জানতে ট্রিপল টাইম কমিউনিকেশনসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের সাড়া পাওয়া যায়নি। এদিকে, শৃঙ্খলা আনতে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় কনসার্টটি আয়োজিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :