ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

নিজের ভুল বুঝতে পারলেন তাসনুভা তিশা

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ০৩:০৭ পিএম
অভিনেত্রী তাসনুভা তিশা। ছবি: সংগৃহীত

ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা ভালোবেসে ২০১৪ সালে ফারজানুল হককে বিয়ে করেছিলেন। সেই সংসারে তার এক মেয়ে ও এক ছেলে রয়েছে। তবে সেই সুখের সংসারে মাত্র ৪ বছরের মাথায় নেমে আসে বিষাদের ছায়া। ২০১৮ সালে ভেঙে যায় অভিনেত্রীর সংসার।

বছর কয়েক ‘সিঙ্গেল মাদার’ থাকার পরে ২০২২ সালে মো. আজগর নামে একজনকে বিয়ে করেন তিশা। বর্তমানে সংসার আর অভিনয় নিয়েই তার সকল ব্যস্ততা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তাসনুভা তিশা জানান, বিয়ে করাটাই তার সবচেয়ে বড় ভুল।

কথাটি কেন বলা কারণটি খোলাসা না করলেও অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, আমার বাচ্চাদেরও আমি বিয়ে দেব না। মানে, তাদের বিয়ের জন্য চাপ বা উৎসাহ দেব না। তবে যদি তারা নিজ থেকে কখনো বিয়েতে আগ্রহী হয় আটকাবো না।’

তিশা আরও বলেন, ‘বিয়ে বিষয়টা অনেক বড় বিষয়। এটা একটা দায়িত্ব। বিশেষ করে মেয়েদের জন্য, তাদেরকে অন্য একটা পরিবারে যেতে হয়। অন্য একটা পরিবেশে মানিয়ে নিতে হয়। যদি আমার সন্তানরা সেটা করতে চায়, তাহলে আমার আপত্তি নেই। তবে আমি তাদের বিয়ের জন্য উৎসাহ দেব না। বাকিটা তাদের ইচ্ছা।’

এদিকে, সম্প্রতি তিশাকে অভিনেতা আরশ খানের সঙ্গে জুটি বেঁধে একাধিক নাটকে কাজ করতে দেখা গেছে। শোবিজে তাদের নিয়ে ‘প্রেম’র গুঞ্জনও রয়েছে। তবে অভিনেত্রী বরাবরের মতো এবারও জানিয়েছেন, আরশের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নেই, একসঙ্গে জুটি বেঁধে কাজ করছেন বলেই এমন গুঞ্জন।