দীর্ঘদিন পর ফের আলোচনায় চিত্রনায়িকা জলি। মিডিয়ার কাজ থেকে খানিকটা দূরেই চলে গেছেন এ অভিনেত্রী।
তবে হঠাৎ করেই ঘোষণা আসে তার অভিনীত ‘ডেঞ্জার জোন’ নামে একটি সিনেমা মুক্তি পাচ্ছে। এরপরই আলোচনায় এ অভিনেত্রী।
১৩ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এতে চিত্রনায়ক বাপ্পির সঙ্গে অভিনয় করেছেন জলি। পরিচালনা করেছেন বেলাল সানী। সিনেমাটির কাজ অনেক আগেই শেষ করা হয়েছিল। কিন্তু মুক্তির জন্য বেশ অপেক্ষা করতে হয়েছে। অবশেষে সিনেমাটির পোস্টার প্রকাশ করে আনুষ্ঠানিক মুক্তির ঘোষণা দেয় নির্মাতা।
এ প্রসঙ্গে জলি বলেন, ‘সপ্তাহখানেক আগে জানতে পারলাম সিনেমাটি মুক্তি পাচ্ছে। শোনার পরই খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি প্রেক্ষাগৃহে দেখার। আশা করি আজ দর্শকদের সঙ্গেই সিনেমাটি দেখব। কাজের অভিজ্ঞতা ও এর গল্প নিয়ে আশাবাদী হয়ে বলতে পারি দর্শক নিরাশ হবেন না।’
এদিকে নতুন কাজ প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘একটি সিনেমার কাজ করা আছে। এটি হয়তো সামনে মুক্তি পাবে। এছাড়া নতুন সিনেমায় কাজের বিষয়েও কথা চলছে।’
বাপ্পী-জলি ‘ডেঞ্জার জোন’ ছবির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন।
এতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন-ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ।
উল্লেখ্য, সর্বশেষ ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমায় দেখা গিয়েছিল চিত্রনায়িকা জলিকে। এরপর দীর্ঘদিন মিডিয়ায় অনুপস্থিত তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও তেমন সরব নন।
আপনার মতামত লিখুন :