প্রথমবার উপস্থাপনায় জায়েদ খান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪, ০৫:০৯ পিএম

প্রথমবার উপস্থাপনায় জায়েদ খান

চিত্রনায়ক জায়েদ খান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অন্যতম বাংলা গণমাধ্যম ‘ঠিকানা’ খবর প্রায় সবারই জানা। ঠিকানা’র নতুন চমক হয়ে এবার দর্শকদের সামনে ধরা পড়লেন বাংলাদেশি অভিনেতা জায়েদ খান। এরই মধ্যে তাকে নিয়ে প্রকাশ হয়েছে একটি টিজার।

টিজারের শুরুতেই দেখা যায়, ‘দ্যা রিয়েল বেঙ্গল টাইগার’ হিসেবে জায়েদ খানকে পরিচয় করিয়ে দেওয়া হয়। যেখানে দেখা যায়, শুটিং ফ্লোরে জুতার ফিতা লাগাচ্ছেন নায়ক। নিউ ইয়র্ক শহরের বুকে বসে পান করছেন কফি। হাঁটতে হাঁটতে হঠাৎ পথচারীদের চমকে দিয়ে দিচ্ছেন তার ইউনিক স্টাইলের সেই ডিগবাজি। শেষে পর্দায় উঠছে ‘ইনট্রোডিউচিং জায়েদ ২.০’।

নিউ ইয়র্ক থেকে জায়েদ খান জানান, নায়ক হিসেবে নন। এবার তিনি পর্দায় হাজির হচ্ছেন একজন সঞ্চালক হিসেবে। তিনি বলেন, ‘কখনোই উপস্থাপক হিসেবে কাজ করিনি। এবার সেটা করতে যাচ্ছি। বিষয়টি নিয়ে খুবই উচ্ছ্বসিত ও নার্ভাস। আপনারা জানেন, ঠিকানা প্ল্যাটফর্ম হিসেবে বেশ বড়। সেখানেই করছি শো’টি। কয়েকটি পর্ব করব। এরপর দর্শক পছন্দ করলে আগাবো। না হলে চুপ হয়ে যাবো।’

তিনি আরও বলেন, ‘এটা মূলত বিনোদনমূলক টকশো। যেখানে সিনেমা ছাড়াও বাংলার সংস্কৃতির প্রায় সব শাখা নিয়েই অতিথির সঙ্গে আলাপ করবে। বাংলার চলচ্চিত্র, কৃষ্টি-কালচারকে টেনে তুলে ধরার ইচ্ছা রয়েছে এই শোয়ের মাধ্যমে।’

উল্লেখ্য, জুলাই বিপ্লবের আগে থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ খান। সহসায় তিনি দেশে ফিরছেন না। বিপরীতে স্টেজ শো আর সঞ্চালনা দিয়ে থিতু হতে যাচ্ছেন দেশটিতে।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!