পর্দায় না ঝুঁকলেও বাস্তবে এরই মধ্যে ঝুঁকতে হয়েছে আল্লু অর্জুনকে। গুঞ্জন উঠেছে ফের ঝুঁকতে হবে তাকে। যে সিনেমা পুষ্পারাজ বানিয়েছে সেই ‘পুষ্পা’র সিক্যুয়েলের কারণেই এই নাজেহাল দশা তার।
‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ার দেখতে গিয়ে ভিড়ের মধ্যে পড়ে এক নারীর মৃত্যু ঘটে। এতে মামলা হয় আল্লুর নামে। গ্রেপ্তারও করা হয় তাকে। এক রাত হাজতবাসের পর মেলে মুক্তি। এবার শোনা যাচ্ছে ফের জেলে যেতে হবে আল্লুকে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সন্ধ্যা প্রেক্ষাগৃহে পদপিষ্ট হওয়ার ঘটনা এবং নায়কের জামিন নিয়ে প্রশাসন এবার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হতে চলেছে। ফলে ফাঁড়া কেটেও বুঝি কাটছে না অল্লু অর্জুনের।
এ খবর কানে গেছে আল্লু অর্জুনের। স্বাভাবিকভাবেই কপালে পড়েছে চিন্তার ভাঁজ। তবে সহকর্মীরা পাশে দাঁড়িয়েছেন তার। কিন্তু প্রশাসন কি বুঝবে? শীর্ষ আদালত হাজতবাসের নির্দেশ দিলে যে অল্লুর স্বাভাবিক জীবন অনিশ্চিত হয়ে পড়বে, সে বিষয়ে সন্দেহ নেই অনুরাগীদের।
এদিকে, এই ঘটনার পরে প্রশাসন জানিয়েছিল, অল্লু অর্জুনকে নাকি প্রেক্ষাগৃহে উপস্থিত না-হওয়ার অনুরোধ জানানো হয়েছিল, যাতে কোনো বিপত্তি না ঘটে। কিন্তু নায়ক শোনেননি। উপস্থিত হন সেখানে। ফলে প্রশাসনের দাবি, অঘটনের দায়ভার কোনোভাবেই এড়াতে পারেন না অল্লু। পর্দার পুষ্পার ভবিষ্যৎ নির্ভর করছে সময়ের ওপর।