ঢালিউডের অন্যতম দর্শকপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। উপস্থাপিকা হিসেবে তার ক্যারিয়ার শুরু। এরপর সিনেমায় অভিনয় করেও নজর কেড়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি গায়িকা পরিচয়েও আলোচনায় আসেন নুসরাত ফারিয়া। বেশ কিছুদিন কাজ থেকে দূরে এই অভিনেত্রী। মাঝে ছিলেন অবকাশ যাপনে। এখন দেশেই আছেন নুসরাত ফারিয়া। দিলেন ফেরার খবর। নিচ্ছেন প্রস্তুতি। নতুন বছর নতুন রূপে সিনেমা ও গানে ফিরছেন বলে দৈনিক রূপালী বাংলাদেশকে জানিয়েছেন ফারিয়া।
ব্যস্ততা
নতুন বছর নতুন সিনেমার মাধ্যমে শুটিং শুরু করব। বড় প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অচিরেই আমার নতুন একটি সিনেমার ঘোষণা আসবে। এটি হতে যাচ্ছে বড় ক্যানভাসের সিনেমা। অনেকদিন পর আমার দর্শকরা চমৎকার একটি গল্পের কাজ পেতে যাচ্ছে। এমন গল্পে আগে কখনো আমাকে দেখা যায়নি। এ ছাড়া ফুয়াদ আল মুক্তাদির মুজা ও মমির সঙ্গে তিনটি নতুন গান আসবে নতুন বছর। কাজের পাশাপাশি আবার পড়ালেখায় মন দিতে চাই। এল এল এম পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। সবকিছু নতুন বছর থেকে শুরু করব।
প্রত্যাশা
চলতি বছর ভালো-মন্দ মিলিয়ে কেটেছে। তবে নতুন বছরে ইতিবাচক একটি বাংলাদেশ দেখতে চাই। নতুন বছরে সবার মঙ্গল কামনা করছি। বিগত বছরের সব অশুভকে পেছনে ফেলে জীবনকে সবাই নতুনভাবে রাঙাবেন, এটাই প্রত্যাশা। সেই সঙ্গে নিজের জন্য ভালো কিছু প্রত্যাশা করছি। নতুন বছরে নতুন চমক জানাতে পারব আশা করছি।
প্রেম
দীর্ঘ ১০ বছর প্রেম করেছি। তবে শেষ দিকে ভালোবাসা ছিল না। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমরা কেউ চেষ্টা করিনি। তবে আমি ভালো আছি। তিনি নতুন জীবন শুরু করেছেন। এখন সুন্দর পরিবার আছে। গত দুই বছর ধরে আমি সিঙ্গেল। সময়টা দারুণ কাটছে। একা অনেক ভালো আছি। ভালোবেসে বিয়ে করব। এখন কাজ ও জীবন নিয়ে ভাবছি।

পাত্র
সামনে নতুন যে আসবে তাকে অবশ্যই আমার থেকে শিক্ষিত হতে হবে। স্মার্ট ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হতে হবে। ব্যক্তিত্ব থাকাটা খুবই জরুরি। তাকে নারীদের সম্মান করতে জানতে হবে। কিছু বলার আগেই আমার চোখের ইশারায় সব কিছু বুঝে নেবে। এমন একজন মানুষ চাই। এবার প্রেমে জড়ালে বেশি সময় নেব না। অল্প কিছুদিন প্রেম করেই বিয়ে। সেটা মিডিয়া কিংবা বাইরে যেখানেই হোক সবার আগে তাকে ভালো মানুষ হতে হবে।
প্রেমের সংজ্ঞা
জীবনে প্রেম হচ্ছে অক্সিজেনের মতো। ওতপ্রোতভাবে জড়িত। প্রেম এমন একটা জিনিস মানুষকে শেষ করে দেয় আবার জীবন্ত করে তুলে। আমার কাছে প্রেম এমনই মনে হয়।
রাজনীতি
আমি একজন অভিনেত্রী। অভিনয় করা আমার কাজ। একজন অভিনেত্রীকে সবধরনের চরিত্রে অভিনয় করতে হয়। অভিনয় করলেই সে ওই চরিত্রের মতো খারাপ কিংবা সমর্থন করে তা কিন্তু নয়। আমি রাজনীতি বুঝি না। কখনো রাজনীতিতে আসার ইচ্ছেও নেই। সারাজীবন অভিনয়টা করে যেতে চাই। ভালো কিছু কাজ দিতে চাই, যেগুলো আমি না থাকলেও সবার মনের মণিকোঠায় থেকে যাবে। এমন কিছু কাজের ক্ষুধা সারাক্ষণ আমায় তাড়া করে।