ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

তানজিন তিশা

সমস্যার সম্মুখীন হলে সততা দিয়ে পথ খুঁজে নিতে পারি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ০১:৫২ পিএম
ছবি: সংগৃহীত

টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ফ্যান-ফলোয়ার ও নাটকের পরিচালকদের কাছে কদর থাকলেও ছোটপর্দার এই অভিনেত্রী নাকি মাদককাণ্ডে জড়িত! তবে তিনি বলেন, কোনো সমস্যার সম্মুখীন হলে আমার সততা দিয়ে পরবর্তী পথ খুঁজে নিতে পারি। এটা আমার বড় প্রাপ্তি।

এক মাদক কারবারির হোয়াটসঅ্যাপ চ্যাট গ্রুপ থেকে এমনই বিস্ফোরক তথ্য পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। চলতি বছরের ১৭ ডিসেম্বর ‘দীপ্ত অ্যাওয়ার্ড-২০২৪’ পেয়েছেন তিশা।

May be an image of 1 person

‘পয়জন’ ওয়েব ছবিতে অভিনয়ের জন্য এ সম্মাননা এসেছে তার ঝুলিতে। দীপ্ত টিভির নিজস্ব ওয়েবসাইট লিংকে প্রাপ্ত দর্শকের ভোটে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হয়েছে। মাদককাণ্ডে নাম আসায় পুরস্কারে আনন্দ ফিকে হয়ে গেল এই অভিনেত্রীর।

সম্প্রতি এক অনুষ্ঠানে তিশা বলেন, ‘আমি ভালো ভালো অনেক কাজ করছি, যেটা অনেক মেয়ের স্বপ্ন। আমি একটা কথা বিশ্বাস করি, কেউ যদি সৎ থাকে তাহলে তাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন, এ জন্য কোনো সমস্যার সম্মুখীন হলে আমার সততা দিয়ে পরবর্তী পথ খুঁজে নিতে পারি। এটা আমার বড় প্রাপ্তি।’

May be an image of 1 person

তবে মাদককাণ্ডে নাম আসার বিষয়ে কোনো মন্তব্য করেননি তিশা। আবারও সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। সিনেমার নাম ‘ঘুমপরী’। এতে তার নায়ক কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক প্রীতম হাসান।