শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০১:১২ পিএম

‘অশালীন’ অঙ্গভঙ্গিতে নেচে কটাক্ষের মুখে উর্বশী-নন্দমুরি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ০১:১২ পিএম

‘অশালীন’ অঙ্গভঙ্গিতে নেচে কটাক্ষের মুখে উর্বশী-নন্দমুরি

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রীরা আইটেম গানে নেচে প্রায়ই সমালোচিত হয়ে থাকেন। কখনও কেউবা ছোট পোশাকের কারণে, আবার কখনও অশালীন অঙ্গভঙ্গির কারণে। তেমনই এক নাচের কারণে এবার নেটদুনিয়ায় প্রবল রোষানলের মুখে পড়েছেন উর্বশী রাউতেলা।

জানা গেছে, গত বৃহস্পতিবার ২ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ নামের একটি গান। সেখানেই উর্বশী ও নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে চটেছেন দর্শকরা। কীভাবে এমন অশালীন নৃত্য প্রদর্শন করা যায়, গান মুক্তির কিছু ক্ষণের মধ্যেই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

সেই গানে শুধু নাচের দৃশ্য নিয়েই যে কটাক্ষ হয়েছে এমনটি নয়, বরং নন্দমুরির সঙ্গে উর্বশীর বয়সের ব্যবধান নিয়েও শুরু হয়েছে কটাক্ষ। কারণ নন্দমুরির বয়স ৬৪। অভিনেতার পাশাপাশি তিনি একজন রাজনীতিবীদও। আর অন্যদিকে উর্বশীর বয়স মাত্র ৩০। কীভাবে কন্যার বয়সী নারীর সঙ্গে এমন অঙ্গভঙ্গিতে নাচছেন বর্ষীয়ান এই অভিনেতা? এমন প্রশ্ন ধেয়ে এসেছে নন্দমুরির দিকেও।

এই নাচের ভিডিও দেখে এক নেটাগরিক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “এই ধরনের নাচের ভঙ্গি কীভাবে কোরিওগ্রাফার তৈরি করতে পারেন! অভিনেতারাই বা কীভাবে এসব করতে রাজি হন! একেবারে জঘন্য।”

আরেক নেটাগরিকের মন্তব্য, “অশালীন নাচ দেখিয়ে কি ছবির অতিরিক্ত আয় হয়? এই ধরনের দৃশ্যের মাধ্যমেই বোধ হয় ছবির প্রচার হচ্ছে।”

কেউ কেউ দাবি করেছেন, নারীদের জন্য এই ধরনের নাচের দৃশ্য অত্যন্ত অপমানজনক।

‘ডাকু মহারাজ’ নামের এই ছবিতে নন্দমুরি ও উর্বশী ছাড়াও রয়েছেন ববি দেওল, দুলকার সালমান, পায়েল রাজপুত, প্রকাশ রাজ, রণিত রায়-সহ আরও অনেকে। আগামী ১২ জানুয়ারি এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

আরবি/এফআই

Link copied!