শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ০৩:৩৯ পিএম

রুক্মিণীর প্রশংসায় দেব

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ০৩:৩৯ পিএম

রুক্মিণীর প্রশংসায় দেব

ছবি: সংগৃহীত

বক্স অফিস কাঁপাচ্ছে দেবের ‘খাদান’ সিনেমা। সব রেকর্ড ভেঙে ব্লকবাস্টার দেবের অ্য়াকশন প্যাকড অবতার। দেবেই এখন মত্ত গোটা টলিপাড়া। কিন্তু দেবের কথায়, এখন আসল স্টার বিনোদিনী ওরফে রুক্মিণী মৈত্রই। হ্য়াঁ, শনিবার দুপুর ১টায় মুক্তি পেল রুক্মিণী মৈত্রর ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ সিনেমার ট্রেলার। সেই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসেই রুক্মিণী মৈত্রর প্রসংশায় পঞ্চমুখ দেব। আর ট্রেলারেও চমক দিলেন টলিউডে প্রতিভাবান অভিনেত্রী রুক্মিণী।

মহালয়ার দিন প্রথম ঝলক শেয়ার করে চমক দিয়েছিলেন রুক্মিণী মৈত্র। কালীপূজার দিন যেন টিজার সামনে এনে ধামাকা দিয়েছিলেন টলিউডের নতুন বিনোদিনী। কয়েকদিন আগে ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’-এর কানহা গান দেখে, অনুরাগীরা বলেছেন বিনোদিনী রূপে রুক্মিণী মৈত্র একেবারে পারফেক্ট। আর এবার প্রকাশ্যে এল সিনেমার ট্রেলার। সিনেমার পরিচালক রামকমল মুখোপাধ্যায়।

রামকমলের ‘বিনোদিনী’ সিনেমাতে গিরিশ ঘোষের চরিত্রে অভিনয় করতে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। অন্যদিকে, অভিনেতা রাহুল বসুকে দেখা যাবে রঙ্গ বাবুর চরিত্রে। চমক রয়েছে আরও। বিনোদিনীর জীবন কাহিনীর এক অন্যতম চরিত্র ব্যবসায়ী গুরমুখ রাইয়ের চরিত্রে দেখা যাবে মীরকে। এখানেই শেষ নয়। সিনেমাতে বিনোদিনীর প্রেমিকের চরিত্রে অভিনয় করবেন টলিউডের হ্যান্ডসাম নায়ক ওম সাহানি। সব মিলিয়ে দারুণ এক স্টারকাস্ট উপহার দিতে চলেছেন রামকমল।

বিনোদিনী চরিত্র নিয়ে রুক্মিণী জানিয়ে ছিলেন, ‘বিনোদিনী এমন একজন নারী যার জন্য মেয়েরা থিয়েটার বা সিনেমায় আজকে কাজ করতে পারছেন। সমাজের সব ছুঁতমার্গ দূর করেছেন। এরকম এক চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে আমি তো নিজেকে ভাগ্য়বান মনে করছি। বাংলার এই চরিত্রকে জাতীয় স্তরে তুলে ধরার জন্য কঙ্গনা ও সিনেমার টিমকে শুভেচ্ছা জানাতে চাই।’

দু’বছর আগে ‘বিনোদিনী-একটি নটির উপাখ্যান’ হিসেবে রুক্মিণীর লুক প্রকাশ্যে এসেছিল। যে মোশন পোস্টারটি প্রকাশ্যে এসেছিল, তাতে ‘শ্রী চৈতন্য লীলা’ নাটকের দৃশ্য তুলে ধরা হয়েছে। শ্রীচৈতন্য রূপেই ক্যামেরার এসেছেন অভিনেত্রী।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!