ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

সাইফ আলি খানের ওপর হামলা চালানো যুবক বাংলাদেশি: মুম্বাই পুলিশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ১১:২৪ এএম

সাইফ আলি খানের ওপর হামলা চালানো যুবক বাংলাদেশি: মুম্বাই পুলিশ

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলা চালানো যুবক বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছে মুম্বাই পুলিশ। পুলিশ জানিয়েছে, ৩০ বছর বয়সী মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামের ওই যুবককে অভিনেতার বাড়ির ৩৫ কিলোমিটার দূরে আটক করা হয়।

মুম্বাই পুলিশ এক সংবাদ সম্মেলনে জানায়, অভিযুক্ত ব্যক্তি ভারতে আসার পর নিজের নাম পরিবর্তন করে বিজয় দাস রেখেছিল। পুলিশ কর্মকর্তা দীক্ষিত গেদাম জানিয়েছেন, শেহজাদ বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং সেখানে কিছুদিন মুম্বাইয়ে হাউসকিপিং এজেন্সিতে কাজ করতেন। তার কাছে কোনো বৈধ ভারতীয় পরিচয়পত্র নেই এবং সে ভুয়া নথিপত্র ব্যবহার করে কাজ করছিল।

পুলিশ আরও জানায়, শেহজাদ প্রথমে সাইফ আলি খানের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেছিল। তবে হঠাৎ সাইফ আলি খান তার সামনে আসলে তিনি অভিনেতাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। অভিযুক্তের অপরাধমূলক কোনো ইতিহাস নেই, এবং পুলিশ তার সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছে, বিশেষ করে তিনি কীভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন, তা জানার চেষ্টা চলছে।

এদিকে, মুম্বাই পুলিশ এই হামলার ঘটনায় সাইফ আলি খানের চিকিৎসার খবর জানিয়েছে, তিনি এখন অনেকটাই সুস্থ রয়েছেন এবং হামলার পর সন্তানদের নিয়ে হাসপাতালে গিয়েছিলেন।

আরবি/এফআই

Link copied!