দুই সন্তান ইউভান ও ইয়ালিনিকে কলকাতায় রেখে জনপ্রিয় তারকা দম্পতি রাজ ও শুভশ্রী বর্তমানে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন। সেখান থেকে তাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা নানা মুহূর্ত ভক্তদের মধ্যে আলোচনা তৈরি করছে।
শুভশ্রীর ফ্যান পেজে সম্প্রতি এক মজাদার ভিডিও শেয়ার করা হয়, যেখানে শুভশ্রী একটি বন্ধুর জন্মদিনে অনেকগুলো গ্যাস বেলুন সুতোয় বেঁধে গলায় পরেছেন। বেলুনগুলো ওপরে উড়ছিল এবং শুভশ্রী ঘাড় নাড়াতে নাড়াতে বন্ধুকে ‘হ্যাপি বার্থ ডে’ বলে শুভেচ্ছা জানান।
তবে ভিডিওটি দেখে কিছু নেটিজেন শুভশ্রীকে সতর্ক করেছেন, কারণ বেলুনের মালা গলায় পরার কারণে সহজেই ফাঁস লেগে যেতে পারত। এক নেটিজেন মন্তব্য করেছেন, “গলায় ফাঁস লেগে যাবে, এমন মজার দরকার নেই।”
এছাড়া, রাজ-শুভশ্রীকে দুবাইয়ের বিভিন্ন স্থানে আরো কিছু ভিডিওতে দেখা গেছে। এক ভিডিওতে তারা বুর্জ খলিফায় অবস্থান করছিলেন, অন্য একটিতে দুবাইয়ের রেস্তোরাঁয় জমিয়ে খাওয়াদাওয়া করতে দেখা গেছে তাদের।
এছাড়া, একটি মলে আইসক্রিম খেতে দেখা যায় শুভশ্রীকে। এই সমস্ত মুহূর্তে তাদের জীবনযাত্রা সবার নজর কেড়েছে এবং ফ্যান ক্লাবের মাধ্যমে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।
আপনার মতামত লিখুন :