বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) শুটিং নেই বললেই চলে। এর কারণ হিসাবে সিনেমা সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে বলে আসছিলেন, এফডিসিতে শুটিং করাটা ব্যয়বহুল, ফ্লোর ভাড়া থেকে শুরু করে ক্যামেরা, লাইট, সম্পাদনা, কালার গ্রেডিংয়ে যে খরচ, বাইরে তা অনেক কম, সুযোগ-সুবিধাও অনেক বেশি। তাই এফডিসির বাইরে তাদের কাজ করতে আগ্রহ বেশি।
এদিক বিবেচনা করে চলচ্চিত্রের এ আঁতুড়ঘর হিসেবে পরিচিত এফডিসিতে কোলাহল ফেরাতে শুটিংয়ের ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ফলে চলচ্চিত্র নির্মাণে শুটিংয়ে যন্ত্রপাতি ও স্থাপনা ভাড়ার হার পরীক্ষমূলকভাবে ৬ মাসের জন্য পুনর্নির্ধারণ করা হয়েছে। এফডিসির প্রকল্প পরিচালক মো. রেজাউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।
এফডিসির যন্ত্রপাতি ও স্থাপনা ভাড়া কমানোর খবরে ফের কর্ম ব্যস্ত এফডিসির ফ্লোরগুলো। তুলনামূলক বেড়েছে কাজ। খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মাসে এফডিসির কোনো ক্যামেরা ফ্রি নেই। ভাড়ার কমার খবরে ক্যামেরাগুলো ভাড়া হয়েছে।
নির্মাণব্যয় কমার পর গত শনিবার প্রযোজক সমিতির সামনে ‘তোরে এক দেখাতে মনে ধরেছে’ শিরোনামের একটি গানের শুটিং হয়েছে। হাবিব রহমানের কোরিওগ্রাফিতে গানের ভিডিওতে মডেল হয়েছেন গায়ক সৈয়দ অমি ও চিত্রনায়িকা শিরিন শিলা। গত রোববার এফডিসি ঘুরে সরেজমিনে দেখা যায়, পরিচালক সমিতির পাশে সেট নির্মাণের কাজে ব্যস্ত বেশ কয়েকজন। ২ নম্বর ফ্লোরের সামনে সেট নির্মাণের কাজ দেখভাল করছেন এফডিসির সেট ডিজাইনার ফরিদ।
তিনি দৈনিক রূপালী বাংলাদেশকে তিনি বলেন, ‘শুটিং ভাড়া কমানোর খবরে কাজের একটু চাপ বেড়েছে। ২ নম্বর ফ্লোরে বাংলাভিশনের জন্য আসন্ন রমজানের একটি অনুষ্ঠানের শুটিং হবে। তার জন্য সেট নির্মাণ করা হচ্ছে।’
এরপর ফরিদের কাছে আসেন চলচ্চিত্র পরিচালক সায়মন তারিক। সেট নির্মাণ নিয়ে কথা বলেন তিনি। জানতে চাইলে দৈনিক রূপালী বাংলাদেশকে তিনি বলেন, ‘আগামী ২৫ জানুয়ারি ৮ নম্বর ফ্লোরে একটি বিজ্ঞাপনের শুটিং করব। সে জন্য সেট নির্মাণ নিয়ে কথা বললাম।’ কথায় কথায় সায়মন তারিক বলেন, ‘যন্ত্রপাতি ও স্থাপনা ভাড়ার হার কমার খবরে এফডিসিতে কাজ বেড়েছে। যেটা আরও ৫ বছর আগে থেকেই আমরা বলে আসছি। আগে কমানো হলে তাহলে কেউ বাহিরে শুটিং করতে যেত না। অবশেষে সেটা কর্তৃপক্ষ আমলে নিয়েছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে এফডিসির প্রতিটি ফ্লোর প্রতিদিনই শুটিংয়ে ব্যস্ত থাকবে। জেনেছি, চলতি মাসে কোনো ক্যামেরার সিডিউল নেই। ফ্লোরগুলোও ব্যস্ত। এফডিসির পরিচালক (উৎপাদন) থেকে আমার কাছে জানতে চাওয়া হয় সত্যিই ২৫ তারিখ শুটিং করব কিনা, না হলে অন্যদের ভাড়া দিবে। এতেই বোঝা যায় কত ব্যস্ত ফ্লোরগুলো।’
পরিচালক সমিতির সামনের ১ নম্বর ফ্লোরেও সেট নির্মাণের কাজ চলছে। ঘুরে মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে যেতেই চোখে পড়ে লাইট, ক্যামেরা ও অ্যাকশন। জানতে চাইলে একজন জানান, আসন্ন ঈদের জন্য পাঞ্জাবির ফটোশুট চলছে। গতকাল সোমবার জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান রহমান খানের একটি গানচিত্রের শুটিং হয়েছে ৭ ফ্লোরে। আজ ও আগামীকাল শুটিং রয়েছে বলে জানা গেছে।
চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘তুলনামূলক আগের চেয়ে কাজ বেড়েছে। এফডিসির এই কর্ম ব্যস্ততা চিরচেনা। এমন এফডিসিই সবাই চায়। আশা করছি, এই ধারাবাহিকতা বজায় থাকবে।’
আপনার মতামত লিখুন :