নাচ দিয়ে বলিউডে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন নোরা ফাতেহি। তবে পরবর্তীতে শুধু নাচের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না তিনি। অভিনয় দিয়েও জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। কিন্তু জনপ্রিয়তার শীর্ষে থেকেও সম্প্রতি গুঞ্জন উঠেছে তার অভিনয় ছাড়া প্রসঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নেট দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে এই খবর।
তবে এবার এই প্রসঙ্গে তিনি নিজেই মুখ খুলেছেন। একটি সাক্ষাৎকারে নোরা জানান, ‘আমার ব্যক্তিগত জীবন নেই এবং আপনি যদি মনে করেন আমি অন্য কারো জন্য নিজের জায়গা ছেড়ে দেব, তাহলে আপনি ভুল। এটা ভাবা হাস্যকর। আমি এখানে থেকেও কাজ করব, ওখানে থেকেও কাজ করব। আমি সর্বত্র থাকব। যেমন সিনেমায় অভিনয় করেছি, তেমনি সংগীত জগতেও কাজ করব।’
এছাড়া তিনি তার তিনটি ভিন্ন ভিন্ন সংস্কৃতির প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমার তিনটি জগত রয়েছে। প্রথমত, আমি কানাডায় জন্মেছি, তাই সেটি আমার প্রথম জগত। এরপর মরক্কোতে অনেক সময় কাটিয়েছি, সেখানে আমার অস্তিত্ব লুকিয়ে রয়েছে। সবশেষে ভারত, যেখানে আমি আমার পরিচয় গঠন করতে পেরেছি, তাই এখানে আমার ভালোবাসা অপরিসীম।’
এছাড়া নোরা তার আমেরিকান গায়ক জেসন ডেরুলোর সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে বলেন, ‘আমি প্রথমে ভীষণ লজ্জা পেতাম। প্রথমে আমি গানটি একাই রেকর্ড করেছিলাম এবং তার সঙ্গে কোনো সাক্ষাৎ হয়নি। কিন্তু যখন একসঙ্গে ভিডিওতে কাজ করেছি, তখন অনেক গল্প হয়েছে।’
নোরা বর্তমানে হলিউডে তার একটি মিউজিক অ্যালবামে কাজ করছেন, যেখানে তিনি জেসন ডেরুলোর সঙ্গে ‘স্নেক’ নামের একটি অ্যালবামে অভিনয় করেছেন।
আপনার মতামত লিখুন :