শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০৫:২৭ পিএম

পরীমণির বুকে শেখ সাদী, নতুন গুঞ্জন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০৫:২৭ পিএম

পরীমণির বুকে শেখ সাদী, নতুন গুঞ্জন

পরীমণি। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। কাজের চেয়ে ব্যক্তি জীবনের খবরে আলোচিত তিনি। বেশ কয়েক বছর ধরে ব্যক্তিগত বিষয়ে চর্চায় রয়েছেন তিনি। প্রেম চর্চায় বরাবরই এগিয়ে এই নায়িকা।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও পরীমণি বেশ সরব রয়েছেন। সম্প্রতি কিছু ছবি নেটিজেনদের মাঝে শেয়ার করেছেন। যেখানে সংগীতশিল্পী শেখ সাদীসহ আরও অনেকেই রয়েছে। তবে গায়কের সঙ্গে নায়িকার ছবিগুলো এবং বিভিন্ন পোস্ট অনেকেই দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন।

এরপর থেকে বেশ কয়েকদিন ধরে চলচ্চিত্রপাড়ায় চাউর কণ্ঠশিল্পী শেখ সাদীর সঙ্গে চুপিসরে চুটিয়ে প্রেম করছেন পরীমণি! নায়িকার সাম্প্রতিক সময়ের পোস্টগুলো প্রেমের গুঞ্জন আরও উসকে দিচ্ছে। চলতি বছরের ৩ জানুয়ারি সাদীর বুকে মাথা রেখে রাতের আঁধারে হাস্যোজ্জ্বল ভঙ্গিমায় সেলফি তুলে পোস্ট করেছেন পরী।

তার শেয়ার করা ছবিতে দেখা যায়, বেশ খোশ মেজাজে পরীমণি ও শেখ সাদী সেলফি তুলতে ব্যস্ত। তাদের সঙ্গী হয়েছে একটি কুকুর। পোস্ট শেয়ার করে পরীমণি ক্যাপশনে লেখেন, ‘আমরা কি সুন্দর তাই না? আমাদের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা।’ ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা কমেন্ট বক্সে শুভেচ্ছা জানিয়েছেন।

এরপর একটি ভিডিওতে দেখা যায়, শেখ সাদীর কোলে পরীমণির ছেলে পূণ্য। শেখ সাদী আব্বা বলে চুমু দিতে বললে গায়কের গালে চুমু দেন পরীপুত্র। ভিডিও শেয়ার করে পরীমণি ক্যাপশনে লেখেন, ‘জীবন আমার।’ সঙ্গে লাভ ইমোজি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছেন পরীমণি। সেই ভিডিওতে ক্যাপশনে তিনি লেখেন, ‘তুমি আমার দেখা সবচেয়ে প্রতিভাবান ব্যক্তি! সাদি।’ সঙ্গে লাভ ইমোজি।

এরপর পরী আরও লেখেন, ‘আমি এক রকম তার কনসেন্ট ছাড়াই এটা ক্যাপিট্যুরেড করেছিলাম যখন সে তার আপকামিং মিউজিক অ্যালবামের শেষ গানটা লিখছিল! আমি অবাক হয়ে দেখছিলাম এত মানুষের মধ্যে, এত রেগুলার ওয়েতে কি করে একটা মানুষ এ রকম একটা কিছুতে মনোনিবেশ করতে পারল! এত সামনে থেকেও আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। গানটা সে কাটছাঁট করে জাস্ট পনেরো মিনিটের মধ্যেই লেখা শেষ করল! আমি তখন আবারও বুঝলাম, মানুষ তার নিজস্ব পছন্দে শ্রেষ্ঠ। তুমি তোমার মতন করে বড়, অনেক বড়। বহু বড় হবার আরও অনেক বাকি। পৃথিবীকে জানতে দিও তুমি এই পৃথিবীর আলো।’

মন্তব্য ঘরে উত্তরে এই গায়ক লেখেন, ‘এটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করার মতো কোন ভাষা আমার কাছে নেই। আমি খুশি।’

প্রেম চর্চা নিয়ে পরীমণি নীরব ভূমিকায় রয়েছেন। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হলে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে এড়িয়ে যান এই গায়ক।

বলা দরকার, ভালোবেসে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছিলেন পরীমণি। ২০২১ সালের অক্টোবরে চুপিসারে একে-অপরকে কবুল বলেন তারা। পরিচয়ের মাত্র সাত দিনের মাথায় তারা জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিয়ে ফেলেন। কিন্তু বছর না ঘুরতেই তাদের ভালোবাসার ঘর ভেঙে যায়। এখন একে অপরের মুখ দেখা বন্ধ। সন্তান পূণ্যকে নিয়ে থাকছেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!