এ সময়ের দর্শকপ্রিয় গায়ক সৈয়দ অমি। ভিউর দিক থেকে ২০২৪ সালের সেরা ১০ গানের তালিকায় জায়গা করে নিয়েছিল তার ‘মাতাল’, আলোচনায় ছিল তার আরেক গান ‘দুই চাক্কার সাইকেল’।
বছরের শুরুতে গায়কের মুক্তি পাওয়া ‘পরী পাইছি রে’ গানটিও অন্তর্জালে বেশ সাড়া ফেলেছে। গানটির মিউজিক ভিডিও ইউটিউব ট্রেন্ডিংয়ে ২ দিন ধরে ১ নম্বরে আছে। সালাউদ্দিন সাগরের কথায় গানটির সুর করেছেন গায়ক নিজেই।
সংগীতায়োজনে এন ফরহাদ। গানের ভিডিওতে মডেল হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা আঁচল আঁখি। রেহান বেল্লালের কোরিওগ্রাফিতে মিউজিক ভিডিও পরিচালনা করেছেন অমি নিজেই।
দর্শক সাড়ায় উচ্ছ্বসিত কণ্ঠশিল্পী সৈয়ত অমি। তিনি দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘একটি কাজ যখন দর্শক পছন্দ করে এবং সকলের কাছে পৌঁছায় তখন কষ্টগুলো স্বার্থক হয়। কারণ, শ্রোতাদের জন্যই গান করা।
এটা যখন তারা ভালোভাবে গ্রহণ করেন, তখন বেশ ভালো লাগে। আরও ভালো করার তাগিদ দেয়। প্রকাশের পর থেকে গানটি নিয়ে ভালো সাড়া পেয়েছি। ইতিমধ্যেই ২৭ লাখের বেশি ভিউ পার হয়েছে।
সময়ের সঙ্গে সঙ্গে ভিউ বাড়ছে, মন্তব্যের ঘরেও শ্রোতারা গানটি নিয়ে প্রশংসা করছেন। মিউজিক ভিডিওর প্রশংসাও পাচ্ছি। মনে হচ্ছে পরিশ্রম সার্থক। এটা পুরো টিমের জন্য সম্ভব হয়েছে। সবাই গানটির জন্য অসম্ভব রকমের পরিশ্রম করেছেন।’
চিত্রনায়িকা আঁচল বলেন, ‘কাজের ব্যাপারে আমি খুব চুজি। ক্যারিয়ারের শুরু থেকেই বেছে বেছে কাজ করছি। সৈয়দ অমির ‘ও জান রে’ শিরোনামের গানে প্রথম মডেল হয়েছিলাম। গানের কথা ও পরিকল্পনা মন মতো হওয়ার কারণে যুক্ত হয়েছিলাম।
এরপর বেশ কয়েকটি গানে মডেল হয়েছি। সবকিছু ব্যাটে-বলে মিলে যাওয়ার কারণে কাজগুলো করা। সবগুলো মিউজিক ভিডিও ছিল ভিন্ন ধাঁচের। এ রকম মিউজিক ভিডিও খুব কমই হয়। গানগুলো থেকে বেশ সাড়া পেয়েছি, পাচ্ছি। দর্শকদের এই ভালোবাসায় আমি অভিভূত।’
সৈয়দ অমি বলেন, ‘আমি বেছে কাজ করতে পছন্দ করি। গান নির্বাচন থেকে মিউজিক ভিডিও—সবকিছু মিললেই কাজটি হয়। যে গানই নির্বাচন করি, তা আগে আমার কাছে ‘হিট’ হতে হয়।
আমার গানের সুর তো আমি করি, আমার স্টুডিওতে অসংখ্য ট্র্যাক আছে, কিন্তু তাই বলে সব কটি নিয়ে গান করিনি। গান তৈরির পর ইন্ডাস্ট্রির কাছের মানুষদের শোনাই।
সবার পরামর্শ নিয়েই গান তৈরি করি। আর কোন গান হিট হবে, তা তো কেউ বলতে পারে না। তবে আমার কাছে মনে হয়, ইন্ডাস্ট্রিতে যে আমি এত পরিমাণ সংগ্রাম করেছি, এ অভিজ্ঞতাই আমার সফলতার রহস্য।’
মিউজিক ভিডিও গুলোতে সৈয়দ অমির নাচ নিয়েও বেশ আলোচনা হয়। তবে এর পুরো কৃতিত্ব আঁচলের বলে জানিয়েছেন এই গায়ক। তিনি বলেন, ‘আমি তেমন নাচতে পারি না। আঁচল ছোট থেকেই নাচ শিখেছে, সিনেমার জন্যও নাচ নিয়ে অনেক কাজ করেছে। আমি যতটা করতে পেরেছি, ওর জন্যই। পুরো ক্রেডিট আঁচলের।’
এদিকে, আজ বিকেলে মুক্তি পাবে সৈয়দ অমির নতুন গান-ভিডিও ‘তোরে এক দেখাতে মনে ধরেছে’। সেলিম রেজা পরিচালিত এই গানে অমির বিপরীতে আছেন চিত্রনায়িকা শিরিন শিলা। অন্যদিকে, আঁচল অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।
আপনার মতামত লিখুন :