ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

ফের সারার সঙ্গে প্রেমের গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ০৬:৪৩ পিএম

ফের সারার সঙ্গে প্রেমের গুঞ্জন

ছবি: ইন্টারনেট

সারা আলি খানের ব্যক্তিগত জীবন নিয়ে আবারও গুঞ্জন শুরু হয়েছে। সম্প্রতি তাঁকে কেদারনাথে অভিনেতা ও মডেল অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে দেখা গিয়েছে। এরপর তাঁদের আলাদা আলাদা সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে ভক্তরা ধারণা করছেন, তাঁরা হয়তো রাজস্থানে একসঙ্গে ছুটি কাটিয়েছেন। তা নিয়েই নেটপাড়ায় শুরু হয়েছে আলোচনা। 

এই জল্পনা নিয়ে অর্জুন প্রতাপ বাজওয়া বলেছেন, এসব গুজব তাঁর ওপর কোনও প্রভাব ফেলে না। তিনি বলেছেন, ‍‍`মানুষ যা খুশি বলবে। আমি শুধু আমার কাজে মন দিই। এসব আমাকে বিরক্ত করে না।‍‍` তিনি সারা আলি খানের সঙ্গে সম্পর্কের গুঞ্জনকে ভিত্তিহীন বলেছেন। 

অক্টোবর ২০২৪-এ তাদের প্রথম কেদারনাথে একসঙ্গে দেখা যায়। এরপর ডিসেম্বরের পোস্ট ঘিরে জল্পনা আরও বাড়ে। অর্জুন একজন অভিনেতা, মডেল ও এমএমএ ফাইটার। তিনি বলিউডের কিছু ছবিতেও কাজ করেছেন। অন্যদিকে, সারা ২০২৫ সালে ‍‍`স্কাই ফোর্স ও ‍‍`মেট্রো ইন দিনো‍‍` ছবিতে কাজ করছেন।

সারা আলি খান এখন তার আগামী ছবি স্কাই ফোর্স নিয়ে ব্যস্ত, যেখানে তিনি অভিনয় করবেন অক্ষয় কুমার ও বীর পাহাড়িয়ার সঙ্গে। এই ছবিটি পরিচালনা করছেন সন্দীপ কেওলানি এবং অভিষেক অনিল কাপুর। এটি একটি অ্যাকশন সিনেমা, যা ভক্তদের উত্তেজনার কারণ হয়ে উঠেছে।

অন্যদিকে, অর্জুন প্রতাপ বাজওয়া তাঁর কাজ নিয়ে ব্যস্ত। একজন সফল মডেল ও এমএমএ ফাইটার হিসেবে তার পরিচিতি রয়েছে। তিনি ব্যান্ড অফ মহারাজাস ছবিতে অভিনয় করেছেন এবং বলিউডের আরও কিছু ছবিতে সহকারী হিসেবে কাজ করেছেন। যদিও তাদের সম্পর্ক নিয়ে ভক্তরা নানা জল্পনা করছেন, সারা ও অর্জুন নিজেদের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!