জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য অভিনেত্রী ও মডেল তানিয়া আহমেদ। মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু হলেও নাটক এবং চলচ্চিত্রে দারুণ এক স্বচ্ছন্দ সফল পদচারণা তার। তানিয়ার উপস্থাপনায় রিয়েলিটি শো ‘আজকের অনন্যা’ ৪০০ পর্বের দ্বারপ্রান্তে।
অভিনয়ও করছেন সমানতালে। নিজের কাজ ও প্রাসঙ্গিক বিষয়ে দৈনিক রূপালী বাংলাদেশের সঙ্গে আড্ডায় মেতেছিলেন এই অভিনেত্রী। আলাপচারিতায়— এম তারেক
ফিকশন
তানিম রহমান অংশুর পরিচালনায় ‘খালিদ’–এ অভিনয় করেছি। চমৎকার একটি চরিত্র। ওদের প্রমোশনের একটি পলিসি আছে। ধীরে ধীরে সব প্রকাশ করবে। অংশুর অনুমতি সাপেক্ষে পোস্টারটি শেয়ার করেছি।
এতে আমার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন পলাশ, সাফা কবির প্রমুখ। পলাশের সঙ্গে আগে কাজ করা হয়নি। সে অসাধারণ অভিনয় করে। যথেষ্ঠ সম্মান দিয়ে কাজ করেছে। বলতে পারি তারা সিনিয়রদের সঙ্গে কাজের সময় শতভাগের চেয়ে বেশি ইফোর্ট দিয়েছে।
ব্যস্ততা
সম্প্রতি একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। আগামী মাসে শুটিং শুরু হবে। এর আগে নাম ঠিক না হওয়া একটি সিনেমার কাজ শেষ করেছি।
যেখানে আমি একজন পুলিশ কমিশনারের চরিত্রে রূপদান করছি। এটি জেন জি-দের নিয়ে নির্মিত হয়েছে। তার আগে ‘পায়েল’–এর কাজ শেষ হয়েছে। আমার ‘আজকের অনন্যা’র পরের লটের শুটিং শুরু হবে।
অভিজ্ঞতা
ওটিটিতে কাজের অভিজ্ঞতা ভালো। মিজানুর রহমান আরিয়ানের দুটি ফিকশনে কাজ করেছি। ‘উনিশ বিশ’ ও ‘শহরে অনেক রোদ’।
কাজ দুটি থেকে দর্শকের বেশ প্রশংসা পেয়েছি। ওয়েব সিরিজ ‘অদৃশ্য’ নিয়েও ব্যাপক সাড়া মিলেছিল। ইদানিং ভিকি জাহেদের কাজ ভালো হচ্ছে। ওর কাজ করা হয়নি।
বিতর্ক
ইদানিং উপস্থাপকদের কিছু প্রশ্ন বিতর্কের জন্ম দিচ্ছে। ভাইরাল হচ্ছে নির্দিষ্ট অংশ। এ কথা একে বারে উড়িয়ে দেওয়া যাবে না। তবে আমি ভাইরাল কনটেন্ট এড়িয়ে চলি।
দেখতে ভালো লাগে না। এতে করে নেতিবাচকতা তৈরি হয়। এগুলো নিয়ে কথা বলতে চাই না। যারা এসব নিয়ে পড়ে থাকতে চায় তাদের সেভাবে থাকতে দিন।
পরামর্শ
নবীন উপস্থাপকদের জন্য আমার পরামর্শ থাকবে যে, আমাকে আগে বুঝতে হবে কী উপস্থাপনা করছি। হতে পারে সেটি একটি গেম শো কিংবা কোনও পণ্য। আমি যেমন মায়েদের নিয়ে একটা শো করতাম। সেখানে স্ক্রিপ্টের বাইরে ইম্প্রোভাইজ করতাম।
সে জন্য শো–টি নিয়ে অনেক প্রশংসা পেয়েছিলাম। উপস্থাপকদের কাজ হলো দর্শকদের অনুষ্ঠানে ধরে রাখা। সে কারণে অ্যাংকর বলা হয়। উপস্থাপকদের যা ইচ্ছে তাই করা সম্ভব নয়। আবার ব্র্যান্ড প্রমোশন আর উপস্থাপনা এক বিষয় নয়। দুটো ভিন্ন।
আপনার মতামত লিখুন :