ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

নায়িকার মামলায় উবার চালক গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৫, ০৬:৫৪ পিএম

নায়িকার মামলায় উবার চালক গ্রেপ্তার

ছবি: রূপালী বাংলাদেশ

চিত্রনায়িকা নিঝুম রুবিনাকে অপহরণ চেষ্টা মামলায় রাইড শেয়ারিং উবার চালক এবং মডেল-অভিনয়শিল্পী মারিয়া মিমের ড্রাইভার মো. রকিকে গ্রেপ্তার করেছে রামপুরার থানার পুলিশ।

অভিযান চালিয়ে রোববার আসামীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করে রামপুরার থানার আইসি মিজান বলেন, আমরা অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করেছি, জিজ্ঞাসাবাদ চলছে।

মামলায় অভিনেত্রী উল্লেখ করেছেন, উবার অ্যাপসের মাধ্যমে গাড়ি ডাকেন তিনি। বনশ্রীর বাসায় মো. রকি নামের একজন চালক টয়োটা করোলা এক্সিও ঢাকা মেট্রো-গ ৪৫২৯৭৮ নম্বরের গাড়ি নিয়ে হাজির হন। 

ধানমন্ডি যাওয়ার কথা থাকলেও গাড়িটি গুলশানের দিকে নিয়ে যেতে চান চালক। এ সময় তিনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলেও চালক গাড়ি থামাননি। পরে ব্রেক কষলে গাড়ি থেকে ঝাঁপ দিয়ে নেমে যান রুবিনা।

এর আগে গত বুধবার এক্স জিও গাড়ি নং মেট্রে-গ ৪৫-২৯৭৮ উল্লেখ করে অপহরণের চেষ্টার অভিযোগ এনে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন নিঝুম রুবিনা। এরপর রামপুরা থানায় মামলা দায়ের করলে অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করা হয়।
 

রূপালী বাংলাদেশ

Link copied!