ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

সোমবার আদালতে আত্মসমর্পণ করবেন পরীমণি

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৫, ১০:০১ পিএম

সোমবার আদালতে আত্মসমর্পণ করবেন পরীমণি

ফাইল ছবি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় পরীমণির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। সময় আবেদন নামঞ্জুর করে আজ রোববার (২৬ জানুয়ারি) এ পরোয়ানা জারি করেন আদালত। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এর প্রেক্ষিতে আগামীকাল সোমবার (২৭ জানুয়ারি) সকালে আদালতে গিয়ে আত্মসমর্পণ ও জামিন আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন পরীমণি। অভিনেত্রীর আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আজ মামলার চার্জ শুনানি ছিল। অসুস্থ থাকায় পরীমণি আদালতে হাজির হতে পারেননি। আগামীকাল তিনি আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ ও জামিন আবেদন করবেন।’

আরবি/ এইচএম

Link copied!