ঢাকা রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

কেন অভিনয় জীবনের ইতি টানছেন বিজয়

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৫, ১০:০১ এএম
দক্ষিণী সিনেমার অভিনেতা থালাপতি বিজয়

দক্ষিণী সিনেমার অন্যতম অভিনেতা থালাপতি বিজয়। বিশ্বজুড়ে তার অসংখ্য ভক্ত রয়েছে। বক্স অফিসে একাধিক হিট সিনেমা আছে এই অভিনেতার। সিনেমা জগতে সফল বিজয় এবার সিনেমায় ইতি টানতে যাচ্ছেন। থালাপতি বিজয়ের শেষ সিনেমার নাম ঘোষণা করা হয়েছে। আর এরপর শুরু হয় নানা প্রশ্ন। ভক্তরা জানতে চান সত্যি কি অভিনেতা সিনেমায় ইতি টানবেন কিন্তু কেন। 

ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, ক্যারিয়ারে ৬৯তম সিনেমা অভিনেতাকে প্রেক্ষাগৃহে শেষবার দেখা যাবে। সিনেমার নাম ‘জন নায়ক’। বিজয় রাজনীতিতে যোগ দিচ্ছেন। আর এ কারণেই তিনি আর সিনেমা করবেন না। সিনেমাতেও তাই রাজনীতির ছাপ পাওয়া যাচ্ছে। এইচ বিনোদ পরিচালিত ‘জন নায়ক’ সিনেমায় বিজয়কে দেখা যাবে একজন রাজনৈতিক নেতার চরিত্রে। 

বিজয় দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় নায়ক হয়েও তিনি সিনেমা থেকে বিদায় নিতে চান। অভিনেতা মনে করেন, তার কাজ করা উচিত মানুষের জন্য। এরই মধ্যে নিজের রাজনৈতিক দল গঠন শুরু করেছেন। বেশকিছু জনসভাও করেছেন আর তাতে মানুষের অভূতপূর্ব সাড়া দেখা গেছে। ফলে সিনেমা নিয়ে আর বেশি ভাবছেন না বিজয়। এর মধ্যেই শেষ সিনেমার ঘোষণা দিলেন তিনি। 

সম্প্রতি থালাপতি বিজয় এক্স হ্যান্ডলে ‘জন নায়ক’ সিনেমার ফার্স্ট লুক শেয়ার করেন। সেখানে সাদা পোশাক পরা বহু লোকের সামনে তাকে দেখা গেছে। সেলফি তোলার পোজ নিয়েছেন বিজয়। তিনি মানুষের মধ্যে আছেন এ কথাই বোঝাচ্ছেন। সেই সঙ্গে জানিয়েছেন সিনেমার সেকেন্ড লুকও দ্রুতই আসবে।

জানা গেছে, অভিনেত্রী পূজা হেগড়ে, মমিতা বাইজু ও ববি দেওল থাকবেন এতে। এই মুহূর্তে ভারতের মিউজিক সেনসেশান অনিরুধ রবিচন্দন সুর করবেন সিনেমাটির। 

‘মার্শাল’, ‘থুপাক্কি’, ‘মাস্টার’ এবং ‘লিও’র মতো সুপারহিট সিনেমাতে বিজয়কে দেখেছেন দর্শক। ৪৯ বছরের এই অভিনেতার নাচেও মাতোয়ারা অনুরাগীরা। এমন সাফল্যময় ক্যারিয়ার রেখেই রাজনীতির ময়দানে পা বাড়াচ্ছেন বিজয়।