দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী দর্শকের কাছে একজন উপস্থাপিকা হিসেবে যার খ্যাতি তিনি আজ থেকে এক দশক আগেই উপস্থাপনায় কাজ করতে এসে নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু তার ধ্যান জ্ঞান ছিল উপস্থাপনা ঘিরেই। যে কারণে অভিনয়ের প্রতি সেই সময়টা থেকে দীর্ঘ এক দশকেরও বেশি সময়ে কোনো আগ্রহ তৈরো হয়নি। আগে নিজের স্বপ্নটা পূরণ করতে চেয়েছেন, অর্থাৎ ছোটবেলা থেকেই তার আগ্রহ ছিল একজন সফল উপস্থাপিকা হবার, পাশাপাশি সাংবাদিকতা করার। এক দশক পেরিয়ে আজ অনেকটাই সফল তিনি। তিনি কুষ্টিয়ার শাহরিন মাহফুজা জেবিন।
দেশের টিভি চ্যানেলগুলোতে যত ধরনের অনুষ্ঠান প্রচার হয়, সেসব অনুষ্ঠানের প্রাসঙ্গিকতায় যখন উপস্থাপকদের নাম আসে, তখন জেবিনের নামটিও আসে। আর এই পর্যায়ে আসতে তার অনেক কষ্ট হয়েছে, শ্রম দিতে হয়েছে। উপস্থাপনা জীবনের শুরুতে এটিএন বাংলা, পরবর্তীতে প্রায় দুই বছর এনটিভি, এরপর আরও প্রায় দুই বছর যমুনা টিভিতে উপস্থাপনা ও সাংবাদিকতা এবং তারপর আরও এক বছর ৭১ টিভিতে উপস্থাপনা করার পর আবারো তার নিজের প্রিয় কর্মস্থল এনটিভিতে কাজ করেন।
২০১৯ সাল থেকে আজ পর্যন্ত জেবিন ‘চ্যানেল টেয়োন্টি ফোর’র সঙ্গে সম্পৃক্ত। আছেন একজন উপস্থাপিকা হিসেবে, করছেন সাংবাদিকতাও। খুব বেশি জরুরি সময়ে তিনি মাঠ পর্যায়েও সাংবাদিকতায় সময় দেন। চ্যানেল টোয়েন্টি ফোর’র ‘লাইফ স্টাইল টোয়েন্টি ফোর’র ব্যাক গ্রাউন্ডের পুরো কাজটাই করেন তিনি। আর রবি থেকে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে প্রচার হয় ‘এন্টারটেইনমেন্ট ২৪’। প্রতি শুক্রবার রাত ৮:৩০ মিনিটে এই চ্যানেলের পর্দায় প্রচার হওয়া জনপ্রিয় সেলিব্রিটি টক শো ‘কালার্স টোয়েন্টি ফোর’-এর উপস্থাপনা করছেন তিনি বিগত বেশ কয়েক বছর ধরে।
বলা যায় জেবিনের নান্দনিক উপস্থাপনার কারণেই এই অনুষ্ঠানটি সকল চ্যানেলের মধ্যে আলাদা একটি অবস্থানে আছে এবং জনপ্রিয়তা পেয়েছে। তবে ২০২৫ এসে অভিনয় নিয়ে ভাবছেন জেবিন। তিনি বলেন, ‘আমার আম্মুর খুব ইচ্ছে ছিল আমি আবৃত্তি করি। আম্মুর সেই শখটা ছোট বেলাতেই পূরণ করেছি। বাংলাদেশ বেতারের কলকাকলী অনুষ্ঠানে ছোটবেলাতেই আমি উপস্থাপনার পাশাপাশি ছড়া গান, কবিতা আবৃত্তি করি। আমার ইচ্ছে ছিল উপস্থাপনায় ক্যারিয়ার গড়া। সেই স্বপ্ন ও আশা পূরণ হয়েছে। অভিনয়ে শুরু থেকেই প্রস্তাব আসছিল। এনটিভিতে থাকাকালীন কামাল স্যার বলেছিলেন কোনো কাজ অর্ধেক সম্পন্ন রেখে অন্য কাজ না করতে। তো আমার এখন মনে হচ্ছে যে অভিনয়টা করা যায়। তাই এতদিন অভিনয় নিয়ে না ভাবলেও, এখন অভিনয় নিয়ে ভাবছি।’
যোগ করে জেবিন বলেন, ‘এ পর্যন্ত যা চেয়েছি কম-বেশি সবই পূরণ হয়েছে। এখন অভিনয় নিয়ে ভাবছি। আশা করছি, এই চাওয়াটাও অচিরেই পূরণ হবে। এখন নিজেকে একজন অভিনেত্রী হিসেবে মেলে ধরতে চাই। নাটক, সিনেমা, ওটিটি কিংবা টিভিসি সব মাধ্যমেই চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে চাই। কাজের জন্য আমি প্রস্তুত আছি।’
আপনার মতামত লিখুন :