ঢাকা শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫

প্রতারণার অভিযোগ, মুখ খুললেন অপু বিশ্বাস

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৫:৪৯ পিএম

প্রতারণার অভিযোগ, মুখ খুললেন অপু বিশ্বাস

অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

পারিশ্রমিকের অগ্রিম ৫০ হাজার টাকা নিয়েও উদ্বোধনে অংশ না নেওয়ার অভিযোগ উঠেছে চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে। গত ২৮ জানুয়ারি রাজধানীর কামরাঙ্গীরচরে ‘সোনার থালা’ নামের একটি রেস্তোরাঁ ১ লাখ টাকায় উদ্বোধন করার কথা ছিল এই ঢালিউড তারকার। কিন্তু উদ্বোধন না করেই পুরো টাকা চাচ্ছেন অপু বিশ্বাস। যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শিল্পী সমিতিতে প্রতারণার অভিযোগ এনে লিখিত অভিযোগ জানিয়েছে রেস্তোরাঁর মালিকের ভাই নৃত্যপরিচালক ও অভিনয়শিল্পী প্রিন্স রানা।

শুরুতে এ নিয়ে নীরব ভূমিকায় থাকলেও অবশেষে অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘আসলে কামরাঙ্গীরচরের সেই অনুষ্ঠান নিয়ে ইতোমধ্যে অনেক কিছুই হয়ে গেছে, তা সবার জানা। যারা আয়োজক ছিল তারা শিল্পী সমিতিতে কি অভিযোগ করেছে তা আমি জানি না। শুধু এতটুকু বলব আমি শিল্পী, তাদেরকে চিনিও না। তারা কাজটির জন্য আমার সঙ্গে যোগাযোগ করে ১ লাখ টাকায় কনফর্ম করে। আমি যেহেতু ঢাকায় থাকি যার কারণে জ্যামের কারণে সময় একটু এদিক-ওদিক হতেই পারে। কিন্তু তারা আমার জন্য অপেক্ষা না করে অনুষ্ঠানটি শেষ করে ফেলে আর আমার কাছে অগ্রিম দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চায়। আমি পেশাদার মানুষ, আমার পারিশ্রমিক চাই।’

জানা গেছে, একই দিন একই সময় অন্য একটি শো রুম উদ্বোধনে ব্যস্ত ছিলেন অপু বিশ্বাস।

রূপালী বাংলাদেশ

Link copied!