পরীমণি আসছেন তার ‘ডোডোর গল্প’ নিয়ে

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০২:৫০ পিএম

পরীমণি আসছেন তার ‘ডোডোর গল্প’ নিয়ে

ছবি: সংগৃহীত

পরীমণি আসছেন নতুন সিনেমা ‘ডোডোর গল্প’ নিয়ে! দীর্ঘ বিরতির পর সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধে এই ছবিতে অভিনয় করছেন তিনি। সম্প্রতি এর শুটিং শেষ হয়েছে এবং ছবিটি মুক্তির জন্য প্রস্তুত।

‘ডোডোর গল্প’-এর শুটিং শেষ হওয়ার পর পরীমণি ফেসবুকে এক ভিডিও বার্তায় তার খুশি প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ছবিটির শুটিং ১৬ মাস পর শেষ হয়েছে এবং এর জন্য তিনি অত্যন্ত উচ্ছ্বসিত। শুটিংয়ের মাঝে কিছু বিরতি ছিল, তবে সবকিছু সুষ্ঠুভাবে শেষ হয়েছে।

এ ছবিটি পরীমণির জন্য বিশেষ কারণ, এটি তার মাতৃত্বকালীন বিরতি শেষে দ্বিতীয়বার অভিনয়ে ফিরতি। তিনি বলেছেন, “আমার কাছে প্রতিটি সিনেমাই গুরুত্বপূর্ণ। আমি অভিনয় করতে ভালোবাসি, আর দর্শকদের জন্য আরও একটি সিনেমা শেষ করেছি, আশা করছি এটি সবার পছন্দ হবে।”

ছবিটি প্রযোজনা করেছে জি-সিরিজ এবং পরিচালনা করছেন রেজা ঘটক। এতে পরীমণি অভিনয় করছেন কাজল চৌধুরী চরিত্রে এবং সাইমন সাদিক ফটোগ্রাফার রায়হান চরিত্রে। ছবিটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এখন শুধু মুক্তির অপেক্ষা!

আরবি/এফআই

Link copied!